Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

সিলেট বোর্ডের স্থগিত পরীক্ষা শুরু ১৩ আগস্ট

সিলেট
Picture of আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

বন্যার কারণে স্থগিত হওয়া সিলেট বোর্ডের এইচ এস সি পরীক্ষা ১৩ আগস্ট থেকে শুরু হবে।

রবিবার সন্ধ্যায় এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সিলেট শিক্ষাবোর্ড।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পালের সই করা সময়সূচি অনুযায়ী, প্রথমদিন হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে।

এরপর ১৮ আগস্ট বাংলা দ্বিতীয় পত্র, ২০ আগস্ট ইংরেজি প্রথম পত্র ও ২২ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া অন্য সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২৫ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।

বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়।

এর আগে সিলেট শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাছিত সকাল সন্ধ্যাকে জানিয়েছিলেন, বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। প্রকাশিত সময়সূচি অনুযায়ী ৯ জুলাই থেকে সিলেট বিভাগে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।

রবিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় স্থগিত পরীক্ষাগুলো ১১ আগস্টের পর থেকে গ্রহণ করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী, ১৩ আগস্ট দিন ঠিক করা হয়।

গত ২৯ মে ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটে বন্যা দেখা দেয়। ৮ জুনের পর বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে। পরে টানা বৃষ্টিতে আবার সিলেটে বন্যা দেখা দেয়। গত ১৮ জুন থেকে তা পুরো সিলেট অঞ্চলে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত