Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

বার্বাডোসেই আটকে বিশ্বজয়ীরা, লোকসভায় পেলেন অভিনন্দন

ট্রফি নিয়ে বিছানায় সূর্যকুমার যাদব। ছবি : এক্স
ট্রফি নিয়ে বিছানায় সূর্যকুমার যাদব। ছবি : এক্স
[publishpress_authors_box]

বিশ্বকাপ জয়ের রেশটা কাটেনি এখনও। কেউ ছবি পোস্ট করছেন বিছানায় ট্রফিটা রেখে। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছেন সতীর্থদের সঙ্গে উদযাপনের ছবি। সবাই মুখিয়ে দেশে ফিরে পরিবার ও বন্ধুদের সঙ্গে উদযাপনের জন্য। সেটা আর হচ্ছে কোথায়?

হারিকেন ‘বেরিল’-এর কারণে বার্বাডোসেই আটকে রয়েছে ভারতীয় দল। এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ২১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আটলান্টিক মহাসাগরে তৈরি হওয়া ‘বেরিল’ বার্বাডোজের দক্ষিণ-পূর্ব দিকে ৫৭০ কিলোমিটার দূরে রয়েছে এখন।

এরই প্রভাবে ঝুঁকি না নিয়ে রবিবার বিকেল থেকে ব্রিজটাউন বিমানবন্দরে বন্ধ করা হয়েছে বিমান চলাচল। রোহিতদের দেশে ফেরা হচ্ছে না তাই। নিউ ইয়র্ক থেকে দুবাই হয়ে মুম্বাই ফেরার কথা তাদের।

এ দিকে, আজ (সোমবার) লোকসভার অধিবেশন বসতেই স্পিকার ওম বিড়লা সংসদ সদস্যদের ভারতের বিশ্বকাপ জয়ের কথা জানান। রোহিতদের সাফল্যের জন্য অভিনন্দন ও ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান। সে সময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে অভিনন্দন জানান ভারতীয় দলকে।

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জেতা ভারত পেয়েছে সাড়ে ২৪ লাখ মার্কিন ডলার। আইসিসির পুরস্কারের অঙ্কটা ভারতীয় মুদ্রায় প্রায় ২০ কোটি ৪২ লাখ রুপি। অথচ বিশ্বজয়ী দলকে এর ছয়গুণ বেশি অর্থ পুরস্কার দিচ্ছে ভারতীয় বোর্ড। খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের মোট ১২৫ কোটি রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিসিআই।

এবারের বিশ্বকাপের জন্য আইসিসি মোট অর্থ পুরস্কার রেখেছিল ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৩২ কোটি ৭ লাখ টাকা। ভারত  পেয়েছে ২৮ কোটি ৭৬ লাখ ও রানার্সআপ দক্ষিণ আফ্রিকা ১৫ কোটি ২ লাখ টাকা। সুপার এইটে খেলা  বাংলাদেশ পেয়েছে সাড়ে ৪ কোটি টাকা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত