Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
সেই ক্যাচ নিয়ে মুখ খুললেন পোলক

‘নেপালও নেবে না বাবরকে’

bbbbbbbbbbbbbbbbbbbbbb
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। কদিন আগেও টি-টোয়েন্টির সর্বোচ্চ রান ছিল তার। আছে আরও অনেক রেকর্ড। অথচ সেই বাবরকে টি-টোয়েন্টি ব্যাটারেই মনে করেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

টেন স্পোর্টসের একটি আলোচনায় মিসবাহ উল হকের পাশে থেকে মালিক বললেন, ‘‘আমাদের সেরা ব্যাটার কে? বাবর আজম। আমি যদি সেরা ৪-৫টা দলের নাম বলি সেখানে কী জায়গা হবে বাবরের। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত কী সেরা একাদশে রাখবে ওকে। উত্তর হচ্ছে না। এমনকি নেপালও একাদশে রাখবে না বাবরকে।’’ এবারের বিশ্বকাপে ১০১.৬৬ স্ট্রাইক রেটে কেবল ১২২ রান করেছেন বাবর। পাকিস্তানের ব্যর্থতার এটাও একটা কারণ।

বাবরের আগে টি-টোয়েন্টির অধিনায়ক ছিলেন শাহিন শাহ আফ্রিদি। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে পাকিস্তান বাদ পড়লেও হতাশায় ভেঙে পড়ছেন না তিনি। লন্ডনে সাংবাদিকদের আফ্রিদি বললেন, ‘‘বিশ্বকাপে একটা প্রক্রিয়া মেনেই অংশ নেয় শক্তিশালী দলগুলো। আমি মনে করি কিছু জায়গা আমাদের ঠিক করতে হবে। এরপর আমরা কঠোর পরিশ্রম করলে ফল এমনিই আসবে।’’

ফাইনাল জেতায় আফ্রিদি শুভেচ্ছা জানালেন ভারতকেও, ‘‘ম্যাচটা আমি দেখেছি, উপভোগও করেছি। দুই দল অসাধারণ খেলেছে। ভারত চাপটা ভালোভাবে সামলাতে পেরেছে বলেই চ্যাম্পিয়ন, ওদের অভিনন্দন।’’

ফাইনালে শেষ ওভারে ডেভিড মিলারের ক্যাচ নিয়ে বিতর্ক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সূর্যকুমার যাদবের পা বাউন্ডারি লাইন স্পর্শ করেছিল কিনা, এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক শন পোলক ক্যাচটা নিয়ে বললেন, ‘‘ক্যাচটা ভালো ছিল। কুশন অবশ্য নড়েছে। তবে এটা ম্যাচেরই অংশ। সূর্যর কিছু করার নেই, কুশনে তার পা পড়েনি।’’

সেই ক্যাচ নিয়ে সূর্যকুমার বললেন, ‘‘আমি নিশ্চিত ছিলাম পা বাউন্ডারি লাইন স্পর্শ করেনি। রোহিত ভাই ছিলেন তখন। আমি বলের পেছন ছুটছিলাম। যদি তখন পাশে রোহিত ভাইকে দেখতাম তাহলে ছুড়ে মারতাম। না দেখে আমিই বুদ্ধি করে নিয়েছি।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত