Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

দেশের স্বার্থ রক্ষা করেই উড়োজাহাজ কিনবে সরকার : মন্ত্রী

পিটার হাসের সঙ্গে ফারুক খান। ছবি : সকাল সন্ধ্যা
পিটার হাসের সঙ্গে ফারুক খান। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বোয়িং নাকি এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হচ্ছে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা।

রাষ্ট্রীয় এই বিমান পরিষেবা সংস্থার বাহনগুলো মূলত যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের। তবে গত বছর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাক্রোর বাংলাদেশ সফরের পর আলোচনায় আসে এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি।

তবে শেষ পর্যন্ত বোয়িং নাকি এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনা হবে তা নির্ভর করছে এ বিষয়ে গঠিত মূল্যায়ন কমিটির প্রতিবেদনের ওপর।

রবিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

তিনি বলেন, “উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান দুটির প্রস্তাব মূল্যায়ন করে আগামী দুই মাসের মধ্যে বিষয়টি চূড়ান্ত করা হবে।”

মন্ত্রী বলেন, “আমরা নতুন উড়োজাহাজ কিনতে চাই। কারণ আমাদের বহর সম্প্রসারণের জন্য উড়োজাহাজ প্রয়োজন। বোয়িং এবং এয়ারবাস দু’টি কোম্পানিই এক্ষেত্রে প্রতিযোগিতা করছে। তারা তাদের প্রস্তাব বিমানের কাছে জমা দিয়েছে।

“প্রস্তাবটি বর্তমানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি মূল্যায়ন করছে। মূল্যায়ন এখনও শেষ হয়নি। মূল্যায়ন শেষ হলে মূল্যায়ন কমিটি যে কোম্পানিকে সুপারিশ করবে আমরা সেখান থেকেই উড়োজাহাজ কিনব।”

লিজের পথে চলার আগে বিমান ভাববে কি

দু’টি কোম্পানিই ভালো প্রস্তাব দিয়েছে জানিয়ে তিনি বলেন, যাচাই-বাছাই শেষে যে প্রস্তাবটি বাংলাদেশের জন্য ভালো হবে, যেখানে দেশের স্বার্থ রক্ষা হবে; সেটির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে ফারুক খান বলেন, “বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে ক্যাটাগরি-১ এ উন্নীতকরণ এবং ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে কথা হয়েছে। আমি বলেছি এটা আমাদের একটি রাজনৈতিক প্রতিশ্রুতি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। সুতরাং এটির গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। আমরা দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত আশা করছি।”

জবাবে পিটার হাস বলেছেন, আন্তর্জাতিক অ্যাভিয়েশন আইন ও দেশের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ম মেনে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত