Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

‘নেদারল্যান্ডস ডাকাতির শিকার’          

এই সংঘর্ষেই ইংল্যান্ডকে পেনাল্টি দেন রেফারি। ছবি : এক্স
এই সংঘর্ষেই ইংল্যান্ডকে পেনাল্টি দেন রেফারি। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

হৃদয় ভাঙল নেদারল্যান্ডসের। ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে ইউরোর ফাইনালে পৌঁছানো হলো না তাদের। এজন্য দায় আছে রেফারিরও। ইংল্যান্ডকে বিতর্কিত পেনাল্টি দেওয়া নিয়ে চলছে সমালোচনার ঝড়। শুরুতে ডাচরা এগিয়ে যাওয়ার পর হ্যারি কেইনের এই পেনাল্টি গোলেই ১৮ মিনিটে সমতায় ফিরে ইংলিশরা।

 বক্সে হ্যারি কেইনের শট ঠেকাতে গিয়ে ডেনজিল ডামফ্রিসের পা লাগে তার পায়ে। ভিএআরে যাচাই করে পেনাল্টি দেন রেফারি। তবে এই সিদ্ধান্তে বিতর্ক আছে কারণ কেইনের ভলিতে বল রিলিজের সেকেন্ডের ভগ্নাংশ সময় পর হয়েছে সংঘর্ষটা। তাছাড়া কেইনের ভলি ব্লক করতে গিয়েছিলেন তিনি। কেইনের পা তখন লাগে তার বুটে।

এজন্য ইংল্যান্ড ও লিভারপুলের সাবেক তারকা জ্যামি ক্যারাঘার স্পষ্টই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘এটা পেনাল্টি ছিল না।’’

সেই পেনাল্টির আগে হ্যান্ডবল হয়েছিল বুকায়ো সাকার। কিন্তু রেফারি ফেলিক্স জাওয়ার সেটাও এড়িয়ে যান। এ নিয়ে খোদ ইংল্যান্ডের দৈনিক ডেইলি মেইলে লেখা হয়েছে ডাচ সমর্থকদের হতাশা। এক সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘নেরদারল্যান্ডস ১০০ শতাংশ ডাকাতির শিকার’’। আরেক ভক্ত লিখেছেন, ‘‘কেইন লাথিও মারবে আবার পেনাল্টিও পাবে, বাহ!’’

ঘুষ নিয়ে একটা সময় নিষিদ্ধ হয়েছিলেন সেমিফাইনালের জার্মান রেফারি ফেলিক্স জাওয়ার। ডর্টমুন্ডে খেলার সময় তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন জুড বেলিংহামও। সেসব নতুন করে আলোচনা হচ্ছে এখন।

ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক ম্যাচ শেষে কথা বলতে চেয়েছিলেন রেফারির সঙ্গে। কিন্তু তাকে না পাওয়ায় ফন ডাইকের হতাশা, ‘‘শেষ বাঁশির পর দৌড়ে টানলে চলে যায় রেফারি। এটাই অনেক কথা বলছে। ভাষা হারিয়ে ফেলেছি।’’

 ডাচ কোচ রোনাল্ড কোমানও মানতে পারছেন না রেফারির পেনাল্টির সিদ্ধান্ত,‘‘ ওটা পেনাল্টি ছিল না কোনও ভাবে। আরও অনেকবার আমাদের বিপক্ষে সিদ্ধান্ত দিয়েছেন রেফারি।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত