Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

ক্যালিফোর্নিয়ায় দাবানল : ঘণ্টায় পুড়ছে ৫০০০ একর বন

Fires
[publishpress_authors_box]

যুক্তরাষ্ট্রের নর্দার্ন ক্যালিফোর্নিয়ার একাংশে ঘণ্টায় ৮ বর্গমাইল বেগে ছড়িয়ে পড়ছে দাবানল। গত বুধবার শুরু হওয়া দাবানলে এরই মধ্যে চিকো শহরের ৩ লাখ ৪৮ হাজার একর বনভূমি পুড়ে গেছে।

দাবানল নিয়ন্ত্রণে আড়াই হাজার দমকলকর্মী ও ১২টির বেশি হেলিকপ্টার কাজ করছে। ধারণা করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবেই এই আগুন লাগানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, বুট কাউন্টির অ্যালিগেটর হোল এলাকায় বৃহস্পতিবার একটি জ্বলন্ত গাড়িকে খাদে ঠেলে ঢেলে দিয়ে আগুন লাগানোর সন্দেহে পুলিশ ৪২ বছর বয়সি এক ব্যক্তিকে আটক করেছে।

রাজ্যের অগ্নিনির্বাপক সংস্থা ক্যাল ফায়ারের কমান্ডার বিলি সি জানান, ঘণ্টায় ৫ হাজার একর বনভূমি পুড়ে যাচ্ছে দাবানলে। আগুন নিয়ন্ত্রণে আরও দমকলকর্মী প্রয়োজন বলেও তিনি জানিয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টো থেকে প্রায় ১৪৫ কিলোমিটার উত্তরে চিকো শহরের কাছে একটি পাহাড়ি এলাকা থেকে আগুন ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। দুর্যোগের ফলে এ পর্যন্ত চার হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

দাবানলের সঙ্গে যুক্ত হয়েছে তীব্র দাবদাহ পরিস্থিতি। এই কারণেও আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে।

প্যারাডাইস শহর থেকে মাত্র ১৫ মাইল দূরে চিকো শহরের অবস্থান। ২০১৮ সালের আগুনে প্যারাডাইস শহর ক্যালিফোর্নিয়ার সর্বকালের সবচেয়ে প্রাণঘাতী দাবানলে বিধ্বস্ত হয়। তখন দাবানলে ৮৫ জন প্রাণ হারিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত