Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

চিরনিদ্রায় শায়িত হলেন শাফিন আহমেদ

Shafin Ahmed Burial
[publishpress_authors_box]

বনানী কবরস্থানে বাবা উপমহাদেশের কিংবদন্তি সুরকার ও সঙ্গীতশিল্পী কমল দাশগুপ্তের কবরে সমাহিত হলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন দুই ভাই তাহসিন আহমেদ ও হামিন আহমেদসহ স্বজন এবং তার সাবেক ব্যান্ড ‘মাইলস’-এর সদস্যরা।

মঙ্গলবার জোহরের নামাজের সময় শাফিন আহমেদের মরদেহ গুলশানের আজাদ মসজিদে নিয়ে যাওয়া হয়। আর এখানেই সর্বস্তরের শ্রদ্ধা জানানো হয় এই শিল্পীকে। একই স্থানে জানাজা শেষে শাফিন আহমেদের মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে।

শাফিন আহমেদের কবরের পাশেই মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম শায়িত আছেন।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান গায়ক-গিটারিস্ট শাফিন। পরদিন সেখানকার এক মসজিদে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। সোমবার তার লাশ ঢাকায় নিয়ে আসা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে কুলখানির আয়োজন করা হবে।

কনসার্টে অংশ নিতে শাফিন সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। গত শনিবার ভার্জিনিয়ায় ছিল তার দ্বিতীয় কনসার্ট হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তিনি অসুস্থ হয়ে পড়ায় তা বাতিল করা হয়।

অসুস্থ শাফিনকে শনিবারই হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় অর্গানগুলো অকার্যকর হতে শুরু করলে শাফিনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

লাইফ সাপোর্টে থাকা অবস্থাতেই বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে চিকিৎসকরা শাফিনকে মৃত ঘোষণা করেন।

শাফিন আহমেদের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

এক যুগেরও বেশি সময় ধরে হার্টের অসুখে ভুগছিলেন শাফিন আহমেদ। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এই নন্দিত শিল্পী।‘চাঁদ তারা সূর্য’ ও ‘ফিরিয়ে দাও’-এর মতো জনপ্রিয় অনেক গানের শিল্পী শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি, ভারতের কলকাতায়। তার বড় ভাই হামিন আহমেদও জনপ্রিয় ব্যান্ডশিল্পী।

এই পরিবারের সদস্য হিসেবে শাফিন আহমেদে ছোট বেলা থেকেই সঙ্গীতের সংস্পর্শে আসেন। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেওয়ার পাশাপাশি মায়ের কাছে শেখেন নজরুল গীতি।

এরপর যুক্তরাজ্যে পড়াশোনা করতে গিয়ে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে আসেন। ১৯৭৯ সালে বড় ভাই হামিন আহমেদকে সঙ্গে নিয়ে যোগ দেন ব্যান্ড দল ‘মাইলসে’, যা এখন পর্যন্ত বাংলাদেশের জনপ্রিয়তায় সামনের সারির একটি ব্যান্ড। এই ব্যান্ডের ভোকাল ও বেইজ গিটারিস্ট ছিলেন শাফিন।

শেষ পর্যন্ত অবশ্য নিজের প্রতিষ্ঠিত ব্যান্ড দল মাইলসের সঙ্গে ছিলেন না শাফিন। কয়েক বছর আগে মাইলস থেকে বেরিয়ে গড়ে তোলেন নিজের নতুন ব্যান্ড ‘ভয়েস অব মাইলস’।

মাইলসের অনেক জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়া শাফিন গান লিখতেনও। মাঝে রাজনীতিতে জড়িয়েছিলেন নিজেকে। জাতীয় পার্টির হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হতে চেয়েছিলেন তিনি, তবে মনোনয়নপত্র বাতিল হওয়ায় আর ভোট করা হয়নি তার।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত