Beta
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

খালেদা জিয়া এখন বিদেশ যাবেন? যা জানাল বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
[publishpress_authors_box]

ক্ষমতায় পট পরিবর্তনের পর মুক্তি পেলেও চিকিৎসার জন্য এখনই বিদেশ যাচ্ছেন না খালেদা জিয়া, এমনটাই জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।

সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির আদেশের পর মঙ্গলবার বিকালে বিএনপির বিভিন্ন স্তরে যোগাযোগ করে এই তথ্য পাওয়া যায়।

দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন খালেদা জিয়া। দুই বছর পর কোভিড মহামারীর সময় আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে তাকে মুক্তি দেয়।

এরপর ঢাকার গুলশানের বাড়িতে ওঠেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। তবে অসুস্থতার কারণে তিনি এখন হাসপাতালে রয়েছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির উদ্দেশে ভাষণে জানিয়েছিলেন, খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে।

মঙ্গলবার বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্নীতির যে দুটি মামলায় খালেদা জিয়া দণ্ডিত, সেই দুটি মামলায় তার দণ্ড মওকুফ করেছেন রাষ্ট্রপতি।

খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে এর আগে বিভিন্ন সময় আবেদন করেছিল বিএনপি; কিন্তু সদ্য সাবেক আওয়ামী লীগ সরকার বরাবরই তা নাকচ করে আসছিল।

এখন খালেদা জিয়া বিদেশ যাবেন কি না- জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সকাল সন্ধ্যাকে বলেন, “তিনি তো অসুস্থ। আপাতত হাসপাতালেই থাকবেন। তার শারীরিক কন্ডিশনের ওপর নির্ভর করছে অন্যত্র যাওয়ার চিন্তা।”

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেনের কাছে জিজ্ঞাসা করেও একই উত্তর পাওয়া যায়।

তিনি সকাল সন্ধ্যাকে বলেন, “মানসিক ধাক্কাটা অনেক বড়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের পরামর্শে এবং মেডিকেল বোর্ডের অন্যান্যদের সাথে আলোচনা করে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।”

এবিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এটা পুরোপুরি চিকিৎসকদের ওপর নির্ভরশীল। তারা যা প্রয়োজন, ইমিডিয়েট সেভাবেই ব্যবস্থা নেবেন।”

খালেদা জিয়া নানা রোগে ভুগছেন। অসুস্থতার জন্য বাসা-হাসপাতালেই দিন কাটাতে হচ্ছে তাকে। মাঝে তার লিভার সিরোসিসও হয়েছিল। সর্বশেষ গত ২৩ জুন তার হৃদপন্ত্রে বসানো হয় পেসমেকার।

বিএনপি মহাসচিব ফখরুল গত ৮ জুলাইও অভিযোগ করেন, উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে না দিয়ে সরকার খালেদা জিয়ার জীবন হুমকির মধ্যে ঠেলে দিচ্ছে।

তিনি বলেছিলেন, “আমরা বার বার বলেছি যে, তার চিকিৎসাটা দরকার বিদেশে, মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসা কেন্দ্রে। কিন্তু দু্র্ভাগ্যজনক হচ্ছে তারা (সরকার) প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না।”

খালেদা জিয়াকে আওয়ামী লীগ সরকার উদ্দেশ্যপ্রণোদিত রায়ে সাজা দিয়েছে বলে বিএনপি দাবি করে আসছে।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত