Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

ড. ইউনূসকে শুভকামনা নরেন্দ্র মোদীর

ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী
ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী
[publishpress_authors_box]

বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়া ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃস্পতিবার রাতে ড. ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই শুভকামনা জানান।

ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, “নতুন দায়িত্ব গ্রহণ করায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি আমার শুভকামনা। আমাদের প্রত্যাশা– বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে।”

নরেন্দ্র মোদী আরও লিখেছেন, “শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের অভিন্ন আশা-আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করে যেতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।”

ছাত্র-জনতার আন্দোলনের মুখে সোমবার শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর কার্যত সরকারশূন্য অবস্থায় ছিল দেশ। এই শূন্যতা পূরণে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা হিসাবে বৃহস্পতিবার রাতে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূসের সঙ্গে নতুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আরও ১৬ জনের শপথ নেওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার রাতে শপথ নেন ১৩ জন। তিনজন ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত