Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

অলিম্পিক ডাইভিংয়ে চীনের আটে আট

১০ মিটার প্লাটফর্মে সোনা জিতেছেন চীনের কাও ইউয়ান। ছবি: টুইটার
১০ মিটার প্লাটফর্মে সোনা জিতেছেন চীনের কাও ইউয়ান। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ছেলেদের ডাইভিংয়ে নতুন ইতিহাস গড়ল চীন। প্যারিস অলিম্পিকে ডাইভিংয়ের আট ইভেন্টের আটটিতেই সোনা জিতেছে দেশটি। সাত সোনা জিতে নতুন কীর্তি গড়ায় অপেক্ষায় ছিল চীন। শনিবার (১০ আগস্ট) ১০ মিটার প্লাটফর্মে কাও ইউয়ানের শ্রেষ্ঠত্বে আটে আট করল এশিয়ার দেশটি।

টোকিও অলিম্পিকে একটুর জন্য ইতিহাস গড়তে ব্যর্থ হয়েছিল চীন। ডাইভিংয়ের আট ইভেন্টের সাতটিতে জিতেছিল সোনা। অবশ্য সেটাও ছিল কোনও দেশের নির্দিষ্ট একটি অলিম্পিকে সর্বোচ্চ সফলতা।

প্যারিস অলিম্পিক দিয়ে ওই সফলতাকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য ছিল চীনের। কাও-এর সোনা জেতার মাধ্যমে নতুন ইতিহাস রচনা করল তারা।

১০ মিটার প্লাটফর্মে ৫৪৭.৫০ পয়েন্ট স্কোর করে সোনা জিতেছেন কাও। টোকিও অলিম্পিকেও এই ইভেন্টে সোনা জিতেছিলেন ২৯ বছর বয়সী এই ডাইভার। তাতে ১৯৮৮ সালের অলিম্পিকে গ্রেগ লুগানিসের পর প্রথম ডাইভার হিসেবে একই ইভেন্টে টানা দুটি সোনা জিতলেন কাও।

সব মিলিয়ে এটি তার চতুর্থ অলিম্পিক সোনা। এর আগে ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ১০ মিটার সিনক্রোতে ও ২০১৬ সালে রিও অলিম্পিকে স্প্রিংবোর্ডকে সোনা জিতেছিলেন কাও।

প্যারিস অলিম্পিকে ১০ মিটার প্লাটফর্মে রুপা জিতেছেন জাপানের রিকুতো তামাই। ৫০৭.৬৫ পয়েন্ট নিয়ে জাপানের প্রথম ডাইভার হিসেবে অলিম্পিক পদক জিতলেন তিনি। আর ৪৯৭.৩৫ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতেছেন গ্রেট ব্রিটেনের নোয়াহ উইলিয়ামস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত