Beta
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

সিলেটে ট্রাফিক পুলিশদের ফুল দিয়ে স্বাগত

সিলেট
[publishpress_authors_box]

টানা ছয়দিন পর সোমবার সিলেটের সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ। এসময় তাদের ফুল দিয়ে স্বাগত জানায় স্কাউট ও বিএনসিসির সদস্যরা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, “আমি বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের কার্যক্রম পর্যবেক্ষণ করেছি। স্কাউট ও বিএনসিসি সদস্যরা বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন।”

সোমবারও সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে এখনও সড়কে শৃঙ্খলা ধরে রাখতে পুলিশকে সহযোগিতা করছেন স্কাউট ও বিএনসিসির সদস্যরা।

সকাল থেকে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, নাইওরপুল ও সোবহানীঘাট পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন। বৃষ্টির মধ্যে তারা সড়কে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন।

ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ থেকে স্কাউট ও বিএনসিসি সদস্য ছাড়া সাধারণ শিক্ষার্থীদের ইতোমধ্যে সরিয়ে নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এরপর দেশের বিভিন্ন থানায় হামলা হয়। এসব ঘটনায় থানাগুলো পুলিশশূন্য হয়ে যায়। দায়িত্ব পালন করেনি ট্রাফিক পুলিশরাও। আর এ সময়ে শিক্ষার্থীরাই বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত