Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

দ্বিতীয় ম্যাচে শেষ ওভারে হারল এইচপি

[publishpress_authors_box]

অস্ট্রেলিয়ায় ৯ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুভ সূচনা করেছিল বাংলাদেশ এইচপি দল। এক ম্যাচ পর আক্ষেপেও পড়তে হলো। অস্ট্রেলিয়া রাজ্য দল তাসমানিয়া টাইগার্সের বিপক্ষে এই ম্যাচে শেষ ওভারে গিয়ে ৫ উইকেটে হেরেছে এইচপি।

শেষ ওভারে ১০ রান দরকার ছিল তাসমানিয়ার। শুরুটা দারুণ করেছিলেন রাকিবুল হাসান। প্রথম বলে ১ রান দিয়েছিলেন। তবে দ্বিতীয় ও তৃতীয় বলে ৩ ও ৬ হজম করায় বাংলাদেশ ম্যাচ হারে। ।

ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৬ রান করে এইচপি। জবাবে তাসমানিয়া ৩ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।

আগের ম্যাচের মতো এবারও রান পেয়েছেন পারভেজ হোসেন ইমন। ২৯ বলে ২টি করে ছক্কা ও চার ছিল এই ব্যাটারের ৩৯ রানে। এছাড়া দুই ওপেনার তানজিদ হাসান তামিম ২৮ ও জিসান আলম ৩৮ রান করায় ১০ ওভারেই ৮৮ রানের ভালো পুঁজি পেয়ে যায় এইচপি।

পরের ব্যাটাররা রান তোলার এই গতি ধরে রাখতে ব্যর্থ হওয়ায় ভালো সংগ্রহ আসেনি। পরের দিকে আকবর আলি ১৭ বলে ২০ ও শামীম ১২ বলে ১৩ রান করেন।

রান তাড়ায় নামা তাসমানিয়ার শুরুটা ভালো ছিল না। ৫১ রানে ৩ উইকেট হারিয়ে পথ হারায় দলটি। তবে জ্যাক ডোরানের ৩৭ বলে ৪ চার ও ৩ ছক্কার ঝড়ো ইনিংসে ম্যাচ তাসমানিয়ার পক্ষে যায়। ডোরান ৭১ রানে অপরাজিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত