Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

অস্ট্রেলিয়ায় আবারও হার এইচপি দলের

acbfea07-34f8-42f0-b5f4-f40d90245e80
[publishpress_authors_box]

মেলবোর্ন রেনেগেডসকে হারিয়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরুটা বেশ করেছিল বাংলাদেশ এইচপি দল। দ্বিতীয় ম্যাচে তাসমানিয়ান টাইগার্সের সঙ্গে লড়াই করে হেরেছিল তারা। এবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের সঙ্গে তাও হলো না। ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে টানা দ্বিতীয় হার হজম করল এইচপি দল।

বিগ ব্যাশের সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪৭ রান তোলে বাংলাদেশ এইচপি। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ১৭.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় অ্যাডিলেড। এই হারে প্রথম ম্যাচ জিতে শীর্ষে থাকা এইচপি ৯ দলের তালিকায় একেবারে আটে নেমে গেছে।

এইচপির হার ব্যাটিং ব্যর্থতায়। টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে টপঅর্ডার বেশ রান পেয়েছিল। তৃতীয় ম্যাচে মুথ থুবড়ে পড়ল তারা। তানজিদ হাসান তামিম ১, পারভেজ হোসেন ইমন ৮ ও আফিফ হোসেন ২ রান করে ফিরলে ৪ ওভারের মধ্যে ২৩ রানে ৩ উইকেট হারাতে হয় এইচপিকে।

ওপেনার জিসান আলম ২১ বলে ২৬ করে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন কিন্তু তিনিও বিদায় নেন পঞ্চাশের কোটা পার হতেই। মিডলঅর্ডারে আকবার আলি ৩৬ ও শামীম হোসেন পাটওয়ারী ৩২ বলে ৪২ রান করে বিপদ সামাল দেন কিছুটা। তাদের ৩৫ রানের জুটিতে সম্মানজনক স্কোরও পায় এইচপি দল।

জবাবে জ্যাক উইন্টারের বিধ্বংসী ইনিংসে সহজেই জয় নিশ্চিত করে অ্যাডিলেড। জ্যাক ৫৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন। জক কান ৩৮ ও হামিশ কেস ২৩ রান করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত