Beta
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশ সিরিজ : দুই খেলোয়াড়কে ছেড়ে দিল পাকিস্তান

প্রথম টেস্টের স্কোয়াড থেকে আবরার আহমেদকে (মাঝে) ছেড়ে দিয়েছে পাকিস্তান। ছবি: টুইটার
প্রথম টেস্টের স্কোয়াড থেকে আবরার আহমেদকে (মাঝে) ছেড়ে দিয়েছে পাকিস্তান। ছবি: টুইটার
[publishpress_authors_box]

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড আগেই ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে প্রথম টেস্টের আগে স্কোয়াড ছোট করল পাকিস্তান। রাওয়ালপিন্ডির ম্যাচের আগে দুই খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে স্বাগতিকরা।

২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দুই দল। এই সময়ে পিসিবি জানিয়েছে, প্রথম টেস্টের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে আবরার আহমেদ ও কামরান গুলামকে।

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচ রয়েছে পাকিস্তান শাহিনসের। এই ম্যাচে খেলবেন আবরার ও কামরান। ডানহাতি কামরান ছিলেন টেস্ট অভিষেকের অপেক্ষায়। তবে পাকিস্তানের জার্সি গায়ে আবরারের অভিষেক হয়েছে আগেই। আন্তর্জাতিক আঙিনায় তার পারফরম্যান্সও দারুণ। ৬ টেস্টে এই লেগ স্পিনার নিয়েছেন ৩৮ উইকেট।

রাওয়ালপিন্ডি টেস্টে পেস আক্রমণে আস্থা রাখছে পাকিস্তান। সেকারণে একাদশে জায়গা হচ্ছে না আবরারের। যেহেতু খেলতে পারবেন না, তাই আবরারকে শুধু শুধু বেঞ্চে বসিয়ে না রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে খেলে যাতে তিনি প্রস্তত থাকতে পারেন, সেকারণেই রাওয়ালপিন্ডি টেস্টের স্কোয়াড থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

২০ আগস্ট ইসলামামবাদে শুরু হচ্ছে বাংলাদেশ ‘এ’-পাকিস্তান শাহিনসের দ্বিতীয় চার দিনের ম্যাচ। এই ম্যাচ শেষে আবার পাকিস্তান স্কোয়াডে ফিরবেন আবরার ও কামরান। করাচি টেস্টে পাকিস্তানের স্কোয়াড হবে তখন ১৭ জনের। ৩০ আগস্ট শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

পাকিস্তান শাহিনসের প্রথম চার দিনের ম্যাচ খেলে টেস্ট স্কোয়াডে যোগ দিয়েছেন মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, নাসিম শাহ, সাইম আয়ুব, সরফরাজ আহমেদ ও সৌদ শাকিল।

প্রথম টেস্টে পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, খুররাম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নাসিম শাহ, সাইম আয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), শাহিন শাহ আফ্রিদি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত