Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

চাকরিচ্যুত রিয়ার অ্যাডমিরাল সোহায়েল গ্রেপ্তার

রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েল।
রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েল।
[publishpress_authors_box]

বাংলাদেশ নৌবাহিনী থেকে চাকরিচ্যুত চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে ঢাকার বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক বার্তায় জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে ডিএমপির বার্তায় কিছু জানানো হয়নি।

নৌবাহিনীর সাবেক কর্মকর্তা মোহাম্মদ সোহায়েল এর আগে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ছিলেন। ২০১০ সাল থেকে দুই বছর ওই দায়িত্বে থাকার সময় তার বিরুদ্ধে জোরপূর্বক গুম, হত্যাসহ বিভিন্ন অভিযোগে জড়িত থাকার অভিযোগ ওঠে।

পরে সোহায়েলকে র‌্যাব থেকে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। ২০২৩ সালের ১২ এপ্রিল তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তার আগে তিনি পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে গত ৭ আগস্ট চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে মোহাম্মদ সোহায়েলকে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিনের কমান্ডার হিসেবে বদলি করা হয়েছিল।

এরপর গত সোমবার বাংলাদেশ নৌবাহিনীর চাকরি থেকে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

আহমদ হোসেন

আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন গ্রেপ্তার

আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক আহমদ হোসেনকে মঙ্গলবার রাতে ঢাকার রামপুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক বার্তায় জানিয়েছে ডিএমপি।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বার্তায় কিছু জানানো হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত