Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
স্মরণীয় জন্মদিন শান্তর

ছাত্র আন্দোলনে নিহতদের জয় উৎসর্গ

sss1
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে আনন্দ ছড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে কিছুদিন আগেও বাংলাদেশে এমন আনন্দের উপলক্ষ্য ছিল না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সৃষ্ট অভ্যূত্থানে নিহত হয়েছে অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

তাদের ভুলে যায়নি বাংলাদেশ দল। ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্দোলনে নিহতদের এই জয় উৎসর্গ করলেন।

তিনি বলেন, ”আমরা আজকের এই জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য উৎসর্গ করছি।”

পাকিস্তানের মাটিতে এটাই প্রথম টেস্ট জয় বাংলাদেশের। তবে জয়ের আত্মবিশ্বাস নিয়ে খেলার কথাই জানালেন শান্ত, ‘‘এটা খুবই স্পেশাল। গত রাতে স্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। ও জানিয়েছিল আমরা জিতলে খুবই ভালো হবে (কারণ আজ শান্তর জন্মদিন), আর সৌভাগ্যের হচ্ছে আমরা আজ জিতেছি। অনেক বড় অর্জন এটা কারণ এখানে এর আগে কখনও জিতিনি। তবে সিরিজ শুরুর আগে আত্মবিশ্বাস ছিল আমাদের। বিশেষ করে গত ১০-১৫ দিন, আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি।’’

আজ ছিল শান্তর জন্মদিন। আর ২৬তম জন্মদিনে পেলেন পাকিস্তানকে টেস্টে হারানোর সেরা উপহার। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি জিতিয়েছেন শান্ত। এবার পাকিস্তানের মাটিতে জেতালেন টেস্ট।

জয়ের জন্য মুশফিকুর রহিমের পাশাপাশি দলের সবাইকে কৃতিত্ব দিলেন শান্ত, ‘‘কৃতিত্বটা আমাদের সব বোলারের। নাহিদ খুব ভালো করেছে, সাকিবও ছিল অসাধারণ। অনেক দিন পর খেলাটা ওপেনারদের জন্য সহজ নয়, তবে যেভাবে সাদমান ও জাকির ব্যাট করেছে-সেটা সাহায্য করেছে দলকে। মুশফিকুর গত ১৫-১৭ বছর ধরে খুবই ভালো করছে আর কখনও ক্লান্ত হয় না সে। একই রকম নিবেদন নিয়ে খেলে যায় সে। এই গরমেও ভালো খেলেছে এখানে। তবে আমি শুধু মুশফিক নয়, কৃতিত্ব দিচ্ছি দলের ১৫ জনকেই।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত