বেড়াতে যাওয়া যেমন আনন্দের, তেমনই কিছু চিন্তা-ভাবনা না করলে তা উদ্বেগের কারণও হতে পারে। যদি থাকার জায়গা থেকে শুরু করে ঘোরাঘুরি, কিছুই মনের মতো না হয়, তাহলে পুরো আনন্দটাই মাটি হয়ে যেতে পারে।
আবার হঠাৎ কোনো অসুবিধা দেখা দিলে বা শরীর খারাপ করলে মজাটাই নষ্ট হয়ে যায়। বিপদ-আপদ তো আর আগে থেকে জানিয়ে আসে না!
বেড়ানোর আগে যদি ভালোভাবে পরিকল্পনা না করা হয়, তাহলে মুশকিল আরও বাড়তে পারে। কী কী ভুল করলে আপনার ভ্রমণের আনন্দটাই নষ্ট হয়ে যেতে পারে?
১. যেখানে যাচ্ছেন সে জায়গা সম্পর্কে ধারণা
যে জায়গায় বেড়াতে যাচ্ছেন, সে সম্পর্কে যত বেশি জানবেন, ততই পরিকল্পনা করতে সুবিধা হবে। জায়গাটির ভৌগোলিক অবস্থান, ঋতুর সঙ্গে তার রূপবদল, আর আপনি যখন যাচ্ছেন তখনকার আবহাওয়া কেমন থাকে—এসব জানা খুবই জরুরি। ধরুন, আপনি পাহাড়ে যাচ্ছেন বর্ষার সময়, ঘোরাঘুরি কীভাবে করবেন? তার থেকে বড় বিষয় এই সময়টাতে বন্যা, ভূমিধসের মতো প্রাকৃতিক দূর্যোগ দেখা দেয় পাহাড়ি অঞ্চলে।
২. পরিকল্পনার অভাব
ভাল পরিকল্পনা ছাড়া যেকোনো ভ্রমণই বিফল হতে পারে। ধরুন, আপনি এমন জায়গায় যাচ্ছেন, যা বর্ষায় যাওয়া ঠিক নয়, বা যেখানে যাওয়ার আগে রাস্তা ভেঙে গেছে—এমন কিছু না জেনে সেখানে পৌঁছালে আপনি সমস্যায় পড়তে পারেন। তাই কোন জায়গায় যেতে চান, কত সময় সেখানে কাটাবেন, খরচাপাতি কত হবে, আর কোথায় থাকবেন—এসব বিষয় আগে থেকেই ভালোভাবে জানলে আপনার যাত্রা সহজ হবে।
যত বেশি খোঁজখবর নেবেন, ততই সুবিধা হবে। ধরুন, লম্বা ছুটির সময় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন। ভাবলেন, গিয়ে পৌঁছে ঘর বুক করবেন। কিন্তু পৌঁছে দেখলেন, পর্যটনের মরসুমে সব ঘর আগেই বুক করা, আর যা ঘর পেলেন, তার জন্য বেশি ভাড়া দিতে হলো। তাও, সেটা হয়তো মনের মতো নয় বা সুবিধাজনক স্থানে নয়। এমন পরিস্থিতি এড়াতে, গাড়ি ভাড়া থেকে শুরু করে থাকার ব্যবস্থা এবং কোথায় কোথায় ঘুরবেন—সবকিছুই আগে থেকে পরিকল্পনা করে গেলে ভ্রমণটা অনেক আনন্দময় হবে।
৩. দেখেশুনে খাওয়া-দাওয়া
বেড়াতে গেলে স্থানীয় খাবার চেখে দেখা খুবই স্বাভাবিক। তবে, কোথা থেকে খাবার কিনছেন, সেখানকার পরিচ্ছন্নতা ঠিক আছে কিনা, সেটা একটু দেখে নেওয়া ভালো। নাহলে বেশি খেয়ে বদহজম বা ফুড পয়জনিং হলে, আপনার পুরো বেড়ানোর আনন্দটাই মাটি হয়ে যেতে পারে, আর তখন ডাক্তারের খোঁজে দৌড়াতে হবে।
ভ্রমণের সময় শরীর খারাপ হওয়াটা অস্বাভাবিক নয়, তাই জরুরি ওষুধপত্র সঙ্গে রাখা খুবই দরকার। ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের মতে, সারা পৃথিবীতে প্রতি দশজনে একজন বেড়ানোর সময় স্থানীয় খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
৪. টাকাপয়সা
বেড়াতে যাবার সময় অনেকেই চুরির অথবা হারানোর ভয়ে বেশি নগদ টাকা নিয়ে বের হন না। কেউ ভাবেন, পৌঁছে এটিএম থেকে টাকা তুলে নেবেন, আবার কেউ অনলাইনে পেমেন্ট করবেন বলে মনে করেন। কিন্তু, বেড়াতে গেলে কিছু নগদ টাকা সঙ্গে রাখা খুবই জরুরি।
হতে পারে, সেখানে এটিএমে টাকা নেই অথবা কাজ করছে না। এমনও হতে পারে যে, আশপাশের কয়েকটি এটিএমও খারাপ। আর যদি আবহাওয়া খারাপ হয়, তাহলে নেটওয়ার্কের সমস্যার কারণে অনলাইনে পেমেন্টে অসুবিধা হতে পারে। তাই এসব বিষয় মাথায় রেখেই কিছু নগদ টাকা সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ।
৫. সময়ানুবর্তিতা
বেড়াতে গেলে সাধারণত অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে। যদি গাড়ি নির্দিষ্ট সময়ে আসবে বলে জানানো হয় আর আপনি যদি প্রস্তুত না থাকেন, তাহলে পুরো দিনটাই নষ্ট হয়ে যেতে পারে। সকালে থেকে বিকেল পর্যন্ত কোন কোন জায়গায় যাবেন সেটা আগে থেকেই ঠিক করে রাখতে হবে, যাতে সময়মতো বের হওয়া যায়। না হলে, কিছু জায়গা না দেখেই ফিরতে হতে পারে।
সময়ের দিকে নজর না দিলে ট্রেন, বাস বা ফ্লাইটও মিস হতে পারে। আর তখন অতিরিক্ত টাকা দিয়ে ফেরার বা যাওয়ার ব্যবস্থা করলে আনন্দটাই মাটি হয়ে যাবে।