সঙ্গীত থেকে বিশ্রামে যেতে চান অ্যাডেল। শনিবার জার্মানির মিউনিখে কনসার্ট শেষে তিনি ভক্তদের জানান, লম্বা সময়ের জন্য মিউজিক ইন্ডাস্ট্রি তাকে পাবেনা।
এ-সময় ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, “পারফর্ম করতে সত্যিই উপভোগ করেছি … তিন বছর হয়ে গেছে, দীর্ঘসময় ধরে টানা মঞ্চে আছি … এবং সম্ভবত এটাই সবচেয়ে দীর্ঘতম হতে যাচ্ছে। কিন্তু এর পরে আমার আরও ১০টি শো বাকি আছে, কিন্তু এরপর, দীর্ঘ সময়ের জন্য আপনাদের দেখতে পাব না এবং বিরতির পুরো সময়টা আপনাদের হৃদয়ের মণিকোঠায় তুলে রাখবো।”
তিনি আরও বলেন, “এবং আমার অবসর সময়ে, গত তিন বছরের শো-এর স্মৃতিগুলো আমার মনে পড়বে, আমি আকাশ-কুসুম ভাববো। স্মৃতিগুলোকে ধরে রাখবো আমার হৃদয়ের গভীরে। দুর্দান্ত এক সময় পার করেছি, এখন প্রয়োজন শুধু বিশ্রাম।”
কথা বলতে বলতে এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে অ্যাডেল বলেন, ”নিজের জন্য এক নতুন জীবন গড়তে গত ৭ বছর সময় দিয়েছি, সে জীবন এখন কাটাতে চাই, সে জীবনে আমি বাঁচতে চাই এবং আমি আপনাদের খুব মিস করব।”
অ্যাডেল বিশ্বের অন্যতম ‘বেস্ট-সেলিং আর্টিস্ট। যার গানের রেকর্ড ১২০ মিলিয়ন কপির বেশি বিক্রি হয়েছে। নিজের গাওয়া গানের মাধ্যমে এই গায়িকা ক্যারিয়ারে প্রায় দেড়শটি সম্মানজনক পুরস্কার জিতেছেন। এগুলোর মধ্যে রয়েছে একটি অস্কার, ১৫টি গ্র্যামি, ৯টি ব্রিট, ১১টি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস ও ১৮টি বিলবোর্ড অ্যাওয়ার্ড।