Beta
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

মিরাজ বললেন ভালো খেললে প্রত্যাশা বাড়বেই

মিরাজ
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশকে নিয়ে এখন আকাশচুম্বি প্রত্যাশা। ব্যাপারটা এমন যে রোহিত-কোহলিদের ভারতকেও টেস্টে হারিয়ে দেওয়ার স্বপ্ন দেখা হচ্ছে। ক্রিকেটাররা ব্যাপারটি স্বাভাবিক ভাবেই দেখছেন। মেহেদি হাসান মিরাজ বলেছেন ভালো খেলেছেন বলে প্রত্যাশা বেশি থাকবেই।

সোমবার মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন মিরাজরা। ভারত সিরিজের জন্য অন্যরকম কৌশলে ক্যাম্প চলছে তাদের। ভিন্ন পরিকল্পনায় ভারতকে হারানোর স্বপ্ন দেখছেন ক্রিকেটাররাও। একদিন আগেই শরিফুল ইসলাম বিসিবির পাঠানো ভিডিও বার্তায় ভারতকে হারানোর প্রত্যাশাও ব্যক্ত করেন।

শরিফুলের এই প্রত্যাশা এখন সবার। মিরাজ এটাকে ইতিবাচক হিসেবেই নিচ্ছেন, “আমরা যখন ভালো খেলি, তখন সবারই প্রত্যাশা বাড়ে। আমাদের ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। যদি তা করতে পারি আমরা নিজেদেরও প্রত্যাশা পূরণ করতে পারব।”

ভারতের মাটিতে আগে টেস্ট খেলেছেন মিরাজরা। এই অলরাউন্ডার নিজেই খেলেছেন দুটি সিরিজে তিন টেস্ট। তবে এবার টেস্ট ভেন্যু ভিন্ন। তবুও মিরাজ জানালেন পূর্বের অভিজ্ঞতা কাজে লাগাবেন, “ওদের যে উইকেটটা থাকে…সেখানে আমরা আগে খেলেছি। আমাদের অভিজ্ঞতা আছে উইকেটের আচরণ সম্পর্কে। আমার মনে হয় সেখানে উইকেট অনেক ভালো থাকবে। আমরা যেভাবে খেলছি, সেভাবে যদি থাকি, ফলাফল নিয়ে না ভেবে যদি পারফর্ম করার চিন্তা করি, তাহলে ভালো ফল আসবে।”

ভারতে আগে দুটি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। দুইবারে তিন টেস্ট বাজে ভাবেই হেরেছিল। ২০১৬ সালে একটি টেস্টের সিরিজে ২০৮ রানে। ২০১৯ সালে ইনিংস ও ১৩০ এবং দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৪৬ রানে।

এবার বাংলাদেশের আত্মবিশ্বাস ভিন্ন। তাই আতীত বদলে দেওয়ার চ্যালেঞ্জটাও বেশি। সেই স্বপ্ন এখন মিরাজও দেখছেন, “ভারতের মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি। আমাদের বিগত পারফরম্যান্স ভালো ছিল না। আমরা এবার একটা প্রত্যাশা নিয়ে যাচ্ছি।”

ভারত আগে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের এ সিরিজে পূর্ণ পয়েন্টের আশা করে আছে। যেমনটা করেছিল পাকিস্তানও। কিন্তু পাকিস্তানের মতো ভারতকেও চমকে দিতে চান মিরাজ, “আশা করছি ওদের (ভারত) যে প্রত্যাশা আছে, সেটা আমরা উপভোগ করার চেষ্টা করব। যখন আমরা ওদের সঙ্গে লড়াই করতে পারব, তখন আমাদের ভালো করার সুযোগ থাকবে। আমাদের চেষ্টা থাকবে যেন ওদের সঙ্গে ফাইট দিতে পারি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত