ইলেক্ট্রনিক ড্যান্স মিউজিক জুটি হিসেবে খ্যাতি অর্জন করেছেন দুই ভাই- শেখ সামি মাহমুদ এবং শেখ শফি মাহমুদ। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও তারা অর্জন করেছেন জনপ্রিয়তা। তাদের যুগলবন্দি এ যাত্রার প্রাতিষ্ঠানিক নাম এপিরাস। এবার তাদের কম্পোজিশনে প্রকাশ হতে যাচ্ছে শিল্পী নিলয় এর নতুন গান ‘যাইওনা’।
বাংলাদেশে এপিরাসের কম্পোজিশনে আগে গান করেছিলেন বালাম, তাহসান, এলিটা করিম, মালাসহ বেশ কিছু শিল্পীর গানে। বলিউডে তাদের সুরে গেয়েছেন আতিফ আসলাম, আমাল মালিক, মিকা সিং, শারিব সাবরি প্রমুখ।
দীর্ঘদিন পর বাংলাগানের প্রতি মনোযোগী হলেন এ সঙ্গীত যুগল।
নিলয়ের ‘যাইওনা’ গানটি নিয়ে সকাল সন্ধ্যাকে সামি মাহমুদ বলেন, “২০২৩ সালের শেষের দিকের সময়ে আমি ‘যাইওনা’ গানটি লেখা শুরু করি। প্রথমে সুর এবং মেলোডি তৈরি করি, এরপর আমরা মিউজিক প্রোডাকশনে এগিয়ে যাই। শুরুতে আমরা একজন বিশেষ কণ্ঠশিল্পী খুঁজছিলাম যিনি এই গানটির জন্য উপযুক্ত হবেন, তখনই আমরা নিলয় ভাইকে প্রস্তাব দেই। তার দুর্দান্ত কণ্ঠ আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আমি এই গানটির জন্য বেশ আশাবাদী।”
গানটির কম্পোজিশান ও মিউজিক প্রোডাকশানে যুক্ত ছিলেন করেছেন শেখ শাফি মাহমুদ। তিনি জানালেন গানটিতে কিভাবে সুরের সমন্বয় করা হয়েছে।
“আপনি যখন গানটি শুনবেন, লক্ষ্য করবেন মোলায়েম পপ সুরের সঙ্গে ইলেকট্রনিক মিউজিকের মিশ্রণ। আমরা বিশেষ করে গানের ড্রপ-এ যে ধরণের সাউন্ড ব্যবহার করেছি, তা আপনাকে অন্য একটি জোনে নিয়ে যাবে। এখন আমরা অপেক্ষা করছি দর্শকরা কীভাবে মিউজিক ভিডিও এবং অডিওটিকে গ্রহণ করে। তারা পছন্দ করলে আমরা সবচেয়ে বেশি খুশি হব।”
‘যাইওনা’ গানের মধ্য দিয়ে নতুন একটি সঙ্গীত প্রকল্পের সূচনা হতে যাচ্ছে বলেও জানান তিনি। অন্যদিকে, গানটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা গান বলে মানছেন নিলয়।
তিনি বলেন, “গানটি ভীষণ সুন্দর সুর করেছে সামি। অনেকদিন পর নিজের গাওয়া কোন গানের মিউজিক ভিডিও তে সরাসরি অংশ নিয়ে আমি খুবই আনন্দিত। গানটি এবং গানের মিউজিক ভিডিও বাংলা সঙ্গীতে নতুন মাত্রা যোগ করবে বলে আমি বিশ্বাস করি।”
মঙ্গলবার রাতে গানটির একটি ‘স্নিকপিক’ উন্মুক্ত হয়েছে। গানটি উন্মুক্ত হবে ইউটিউব স্পটিফাই, অ্যাপল মিউজিক, টাইডাল, অ্যামাজন মিউজিকসহ সব প্রধান স্ট্রিমিং প্লাটফর্মে।