Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

ভারত সফরে কেন নেই শরিফুল?

ভারত সফরের দলে নেই শরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত
ভারত সফরের দলে নেই শরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন শরিফুল ইসলাম। দারুণ বোলিংয়ে একাদশে জায়গা একরকম পাকাপোক্ত করে নিয়েছেন। তবে ভারত সফরের টেস্ট দলে জায়গা হয়নি বাঁহাতি পেসারের। কেন নেই শরিফুল? কারণ হিসেবে জানা গেছে নতুন করে ব্যথা অনুভব করছেন তিনি।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কুঁচকিতে চোট পেয়েছিলেন শরিফুল। যে কারণে দ্বিতীয় টেস্ট খেলা হয়নি। তবে ভারত সফরের দলে থাকার কথা ছিল তার। কিন্তু দুই টেস্টের এই সিরিজের আগে নতুন করে ব্যথা অনুভব করছেন বাঁহাতি পেসার।

ভারত সফরের প্রস্তুতির শুরু থেকেই অনুশীলনে ছিলেন শরিফুল। পুরোদমে বোলিংও করেছেন। প্রস্তুতির কোনও একসময়ে বোলিং করতে ব্যথা অনুভব করেছেন তিনি।

জানা গেছে, ৫ থেকে ১০ ওভার বোলিং করলেই ব্যথা পাচ্ছেন শরিফুল। এই ধরনের সমস্যা কাটিয়ে উঠতে ১০ দিন সময় লাগে। তবে বাংলাদেশ দলের নির্বাচকেরা শরিফুলকে নিয়ে ঝুঁকি নিতে চাননি।

সেকারণেই ভারত সফরের দলে রাখা হয়নি বাঁহাতি পেসারকে। তার জায়গায় প্রথমবার লাল বলের দলে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত