Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

জাদুকাটার পাড়ে গোধূলিতে শুরু ফোক ফেস্ট

folkfest-2024
[publishpress_authors_box]

ভাটি অঞ্চল সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে প্রথমবারের মতো শুরু হয়েছে ফোক ফেস্ট ২০২৪।

শুক্রবার থেকে শুরু হওয়া তিনদিনের এ উৎসবটি এবার উৎসর্গ করা হয়েছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে, বৃহস্পতিবারই যার প্রয়াণ দিবস ছিল।

‘মাটির গন্ধে ভাটির টান’- স্লোগানে শুরু হওয়া এ উৎসবের আয়োজক টাঙ্গুয়ার হাওরের নৌ-পর্যটন উদ্যোক্তারা।

দুই দিনের সফরে হাওরে যারা নৌযাত্রায় যাবেন তাদের উপস্থিত হওয়ার প্রথমদিন সান্ধ্য আয়োজন হিসেবে এই উৎসবের আয়োজন করেছেন উদ্যোক্তারা।

জাদুকাটা নদীর পাড়ে, অগ্নি নিভুনিভু আলোয়, পূবালী বাতাসের পরশে নৌকার ছাদে বসে হাওরের গান উপভোগ করবেন শ্রোতারা। মঞ্চ সাজানো হয়েছে তীরের একটি রিসোর্টে। হাসন রাজা, রাধারমণ, বাউল শাহ আব্দুল করিম, বারী সিদ্দিকী , দূরবীন শাহ, উকিল মুন্সির গানে মোহিত হবেন তারা। থাকছে শহুরে কিছু ব্যান্ডও।

আয়োজকদের একজন জলের গান বোট এর কর্ণধার শ্রাবণ আহমেদ সকাল সন্ধ্যাকে বলেন, “বাউল আব্দুল করিম, রাধারমন কিংবা উকিল মুন্সি এ হাওরেরই সন্তান। এখানে যারা ঘুরতে আসেন তাদের অনেকেই এ তথ্যটি জানেন না। যে জায়গায় এ উৎসবটি আয়োজন করা হয়েছে তার খুব কাছাকাছি দুরত্বেই তাদের সবার বাড়ি। এ জল হাওয়ায় তাদের গান তাদের সুর তৈরি হয়েছে, মিশে আছে। তাই তাদের গানকে এ ভূমিতেই যেসব বাউল সাধকরা লালন করছেন তাদের কন্ঠে গান শোনার এ আয়োজন আমরা করেছি।”

ফোকফেস্টের এ আয়োজনের উদ্দেশ্য শুধু গান নয়। এ অঞ্চলে পর্যটন শিল্পে সহায়তার পাশাপাশি রয়েছে কিছু সামাজিক দায়বদ্ধতাও। পর্যটকদের পরিবেশ নিয়ে সচেতন করার পাশাপাশি হাওর অঞ্চলের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান থাকবে সবার প্রতি।

শ্রাবণ বলেন, “যারা আসেন তারা জায়গাগুলো খুব নোংরা করে যান। যেখানেই ঘুরতে যান পর্যটকরা যেন তা পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হন এ বার্তা থাকবে। পাশাপাশি শুধু মৌসুমের চারমাসেই এ অঞ্চলের কথা আমাদের মনে হয়, কিন্তু এখানেও প্রতিবছর বন্যা হয়, দেশের মানুষ যেন সারাবছরই এ অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশার সাথী হতে পারেন সে আহ্বানও থাকবে।”

প্রথম দিন ১৩ সেপ্টেম্বর এ আয়োজনে গাইবেন জনপ্রিয় ব্যান্ডদল ‘কৃষ্ণপক্ষ’, শিল্পী জয়ন্ত ও তার দল , সোহাগ শ্রাবণ ও তার দল , হাওর শিল্পী বাঁধন ও শরীফ।

দ্বিতীয় দিন ব্যান্ড সোনার বাংলা সার্কাস, ব্যান্ড আপনঘর , স্থানীয় ভাটি গানের দল ও হাওরের একজন বংশী।

তৃতীয় দিন ভরা পূর্ণিমার রাতে গাইবেন ‘দোতং পাহাড়’ গান খ্যাত সোহান আলী, নাফিজের গানের দল, সোহাগ শ্রাবণের দল ও হাওরের শিল্পীরা।

এ আয়োজনে অংশ নিতে ও ভ্রমণে ইচ্ছুকদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ইভেন্ট খুলেছেন আয়োজকরা।

এ আয়োজনে অংশ নিতে ও ভ্রমণে ইচ্ছুকদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ইভেন্ট খুলেছেন আয়োজকরা। পেইজটি দেখা যাবে এইখানে

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত