ক্রিকেট ছাড়ার পর খেলাটির বিশ্লেষক হিসেবে দেখা গেছে মোহাম্মদ আশরাফুলকে। খুব শীঘ্রই তাকে কোচ হিসেবে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। কারণ সাবেক বাংলাদেশ ব্যাটার সম্প্রতি লেভেল ৩ পর্যায়ের কোচিং কোর্সের পাঠ শেষ করেছেন।
গত ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে কোচিং কোর্স শুরু করেছিলেন আশরাফুল। এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল আইসিসির ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাস্টার এডুকেটর হিসেবে আশরাফুলকে এই কোর্স করার সুযোগ করে দিয়েছিলেন।
১৬ সেপ্টেম্বর লেভেল থ্রি কোর্স করা কোচের সার্টিফিকেট পাওয়ার খবরটি আজ আশরাফুল নিজেই ফেসবুকে প্রকাশ করেছেন। জানিয়েছেন, “আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি আনুষ্ঠানিকভাবে আইসিসির লেভেল থ্রি কোচ হয়েছি। এই অর্জন আমার ক্রিকেটের প্রতি আগ্রহ ও ইচ্ছার সাক্ষী। আমার অভিজ্ঞতা এখন আমি অন্য ক্রিকেটারদের সঙ্গে ভাগাভাগি করতে এবং তাদের লক্ষ্য অর্জনে কাজে লাগাবো। ক্রিকেটের উন্নয়ন এবং বিকাশে অবদান রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
চন্ডিকা হাথুরুসিংহেও কোচিংয়ের লেভেল ৩ করা কোচ। তার মানে বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার যোগ্যতা কাগজে কলমে হয়ে গেছে আশরাফুলের। এর আগে ২০১২ সালে ইংল্যান্ডে লেভেল ২ কোচিং কোর্স করেছিলেন এই ক্রিকেটার।