Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

প্রেম ভাঙলেই কি বিয়ে করা উচিত

Getting marrige
[publishpress_authors_box]

জামিল আর নিপুণের মধ্যে ছিল দীর্ঘদিনের পরিণয়। সম্পর্কটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই নিপুণ বিয়ে করার জন্য যেন অস্থির হয়ে গেল। এক পর্যায়ে বাবা-মাকে বললো জন্য পাত্র দেখতে।

এটি নেহায়েত কোন গল্প নয়। অনেকক্ষেত্রেই দীর্ঘ প্রণয়ের ভাঙ্গন, পাত্র-পাত্রী উভয়কেই ঠেলে দেয় দ্রুত বিবাহের সিদ্ধান্তে।

কিন্তু প্রশ্ন হলো, প্রেমের সম্পর্ক ভেঙ্গে গেলেই কি দ্রুত বিয়ে করে ফেলা উচিত? একটি দীর্ঘ প্রণয় ভেঙ্গে যাওয়ার পরই কি অন্য আরেকটি সম্পর্কে দ্রুত জড়িয়ে যাওয়া উচিত?

গবেষণা বলছে, সম্পর্কের অবসান জনিত কারণে যে ট্রমা সৃষ্টি হয়, তা থেকে বের হতে ন্যূনতম তিন থেকে ছয় মাস লাগতে পারে।

রিলেশনশিপ কাউন্সেলর রুচি রুহ এ বিষয়ে বলেন,  পরিণয় ভেঙ্গে গেলে তার ক্ষত সেরে যেতে ঠিক কতদিন লাগবে তার কোন সহজ উত্তর নেই।

তার মতে, “প্রতিটি সম্পর্ক আলাদা, এবং এর ভাঙনের ধরনও তাই আলাদা। তাই সম্পর্কের ভাঙনে কার কতটা ক্ষত হবে এটা নির্ভর করে একজন প্রেমিক কিংবা প্রেমিকা কতটা সময় সম্পর্কে দিয়েছে তার ওপর। অবশ্য সম্পর্কটা কিভাবে শেষ হলো সেটাও গুরুত্বপূর্ণ ব্যাপার।”

রুহ বলেন, “সম্পর্কের ভাঙন থেকে উঠে দাঁড়াতে কয়েক সপ্তাহ থেকে এমনকি এক বছরও লাগতে পারে। এটা নির্ভর করছে কতটা মানসিক ক্ষত একজন বহন করছে তার ওপর।”

মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আশমিন মুঞ্জালের মতে, দীর্ঘদিনের সম্পর্ক শেষ হবার পর নতুন সম্পর্কে যেতে একজন ব্যক্তি কতটা প্রস্তুত সেটা ব্যক্তিভেদে একেক রকম। এটা নির্ভর করে ব্যক্তির মানসিক অবস্থা, আত্ম-সচেতনতা ইত্যাদির উপর।  

মুঞ্জাল আরও বলেন, একটি শেষ হওয়া মাত্রই নতুন আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়া মূলত কিছু মানসিক সমস্যা এবং একাকিত্বের শঙ্কাকে নির্দেশ করে।

অনেকেই বিচ্ছেদের যন্ত্রণা ভুলে যেতেই আরেকটি সম্পর্ক গড়ে তোলে।

এ ধরনের প্রবণতা খুব গভীর কিছু মানসিক সমস্যা যেমন মারাত্বক উদ্বেগ এবং নিরাপত্তাহীনতায় ভোগার সঙ্গে সম্পর্কিত। কারও এ ধরনের সমস্যা থাকলে তার প্রথমেই দরকার কাউন্সেলিং। নতুন আরেকটি সম্পর্ক এই ধরনের সমস্যার সমাধান দিতে পারেনা।  

যেকোনও নতুন সম্পর্কে কাজ করে তুমুল উত্তেজনা। তবে হানিমুন পর্ব শেষ হয়ে যাওয়ার পরই শুরু হয় দাম্পত্যের ছোটখাট সংকট। সচেতন না হলে যেগুলো ধীরে ধীরে বড়ও হতে পারে। তাই শুধু পূর্বের সম্পর্কের ক্ষত সারাতেই আরেকটি নতুন সম্পর্কে যাওয়া পরিহার করা উচিত।

সম্পর্ক একটি দ্বিপক্ষীয় বিষয়। তাই শুধু নিজের চিন্তা ভাবনা এবং আবেগ এখানে গুরুত্ব দিলে চলবেনা। সঙ্গী কী ভাবছেন এবং সঙ্গী হিসেবে আগামী সংকটময় দিনে তিনি কেমন সহযোগিতা করবেন তাও বিবেচনায় রাখতে হবে। কারণ পথ সবসময় বন্ধুর।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত