উমর শরিফের স্মৃতিতে
পাকিস্তানি কৌতুক অভিনেতা প্রয়াত উমর শরিফ তার জীবদ্দশায় প্রজন্মের পর প্রজন্মকে হাসিয়ে গেছেন। শ্রদ্ধা দেখাতে গত সপ্তাহে ভারতীয় সিনেমার অভিনেতা ও কৌতুকশিল্পী জনি লিভার জানালেন, তিনি করাচি এসে উমর শরিফের পরিবারের সঙ্গে দেখা করতে চান।
জনি লিভারের এই ভিডিও এখন অনলাইনে ঘুরছে যেখানে তিনি আরও বলেছেন, পাকিস্তানি কিংবদন্তি উমর শরিফের ছেলের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।
কমেডিয়ানদের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অতুলনীয় বলছে পাকিস্তানের ইংরেজি সংবাদপত্র ডন।
পাকিস্তানি সিনেমার কান্ডারি মালালা
পাকিস্তানি সিনেমার ডুবন্ত হাল ধরতে কেউ একজন হাত বাড়িয়ে দিলেন অবশেষে। কে তিনি?
২০১৪ সালে মোটে ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পাওয়া মালালা ইউসুফজাই হলেন সেই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হওয়া একজন।
তিনি যে এবারই প্রথম পাকিস্তানি সিনেমার পাশে দাঁড়ালেন তা নয়। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘জয়ল্যান্ড’ সিনেমার এক্সিকিউটিভ প্রডিউসার ছিলেন তিনি।
কিছুদিন আগে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে মালালা বলেন, নির্মাতা ও অভিনয়শিল্পীদের জন্য কাজের একটু পরিসর এবং আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে দিলে পাকিস্তানি সিনেমা জগতে নতুন যুগের সূচনা হবে।
ডন বলছে, পাকিস্তানি সিনেমা বাঁচাতে এই উদ্যোগ অবশ্যই জরুরি; পাশাপাশি মেধাবীদের এখন তাদের পরিকল্পনা সামনে আনতে হবে।
এমি অ্যাওয়ার্ডস সঞ্চালনায় ভারতের বীর দাস
এমি অ্যাওয়ার্ডস মঞ্চে সঞ্চালনা করবেন অভিনেতা এবং স্ট্যান্ড-আপ কমেডিয়ান বীর দাস। ডন বলছে, এমন সুযোগ পাওয়া তিনিই প্রথম ভারতীয়।
নিউ ইয়র্কে এই আসর বসবে আগামী ২৫ নভেম্বর।
বীর দাস তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বলেছেন, “আমার তো আর তর সইছে না এ বছরের এমি অ্যাওয়ার্ডস মঞ্চে উঠতে।”
ডন বলছে, “এমন খবর সত্যি সত্যিই আনন্দে পাগল হয়ে যাওয়ার মতই। কিন্তু আমরাও ঠিক বুঝতে পারছি না কেন বীর দাসকেই বেছে নেয়া হলো? হয়তো এবার তারা কৌতুকের কণ্ঠ একটু নামিয়ে আনতে চান।”
প্রশংসা কুড়াচ্ছে ‘সংস অব দ্য সুফি’
বিশ্বের মঞ্চে পাকিস্তানি সিনেমার প্রদর্শন হচ্ছে; এই খবর আনন্দিত হওয়ার মতই। ‘সংস অব দ্য সুফি’ ২০২৩ সালের তথ্যচিত্র, যা পরিচালনা করেছেন শাহরুখ ওয়াহিদ এবং প্রযোজনা করেছেন কামরান আনোয়ার। এই ডকুমেন্টারি এবার প্রদর্শনের জন্য জায়গা করে নিয়েছে দক্ষিণ এশীয় সিনেমা নিয়ে ‘তাসবির’ আসরে।
কাওয়ালি গানের ৮০০ বছরের ইতিহাস নিয়ে নির্মাণ হয়েছে ‘সংস অব দ্য সুফি’।
এরমধ্যে সিনেমাটি করাচিতে আয়োজিত গান্ধারা ফিল্ম ফেস্টিভালে দেখানো হয়েছে। এছাড়াও বিশ্বে ১৬টি সিনেমা উৎসবে প্রদর্শন হওয়ার পাশাপাশি সম্মাননা কুড়িয়েছে।
ডন বলছে, ‘সংস অব দ্য সুফি’ টিমের জন্য শুভেচ্ছা।
টেইলর সুইফটের প্রেমিক
এ বছর এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস আসর বসেছিল নিউ ইয়র্কে। জমজমাট এই আয়োজনে টেইলর সুইফট ছিলেন একটু বেশিই উজ্জ্বল। সেদিন সাতটি অ্যাওয়ার্ড ঝুলিতে পুরেছিলেন টেইলর সুইফট। এতে তার মোট অ্যাওয়ার্ড সংখ্যা হলো ২৭টি; অর্থ্যাৎ বিয়োন্সের ২৬টি সোলো গানের অ্যাওয়ার্ডের রেকর্ড ভেঙ্গে এগিয়ে রইলেন টেইলর সুইফট।
তবে শেষ পর্যন্ত দুজনেরই অ্যাওয়ার্ড সংখ্যা দাঁড়ায় ৩০।
ওই আসরে টেইলর সুইফট একাই সব পুরস্কার সামলাচ্ছিলেন। তার সঙ্গী ন্যাশনাল ফুটবল প্লেয়ার ট্রেভিস কেলসি সেদিন আসরে ছিলেন না। কারণ কানসাস সিটি শেফ টিমের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন ট্রেভিস কেলসি। তবে এরমধ্যেও প্রেমিকা টেইলর সুইফটের জন্য পডকাস্ট পোস্ট করেন তিনি। তাতে বলেন, “আশা করি, কিছু মুনম্যান তাকে নিয়ে যাবে।”
তার এই কথা খোলাসা করে দিচ্ছে ডন; মুনম্যান বলতে সত্যিকারের কোনো পুরুষ নয়, বরং ভিএমএ ট্রফির কথাই বলছিলেন ট্রেভিস কেলসি।
বাবা হারা মালাইকা
গত ১১ সেপ্টেম্বর বলিউড তারকা মালাইকা অরোরো ও অমৃতা অরোরোর বাবা বান্দ্রা শহরের নিজের অ্যাপার্টমেন্ট থেকে লাফ দিয়ে মারা যান। তার এই আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে এই হৃদয়বিদারক ঘটনা থেকে আবারও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব উঠে আসে। এই সমস্যায় সমাজের সবস্তরের মানুষ ভুগে থাকে। যারা বিত্তবান ও সফল তারাও কিন্তু মানসিক স্বাস্থ্য সমস্যা থেকে মুক্ত নয়।
ডন আশা করছে, মালাইকার পরিবার এই বেদনা কাটিয়ে ওঠার মতো শক্তি রাখবে মনে।