Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন

চট্টগ্রাম বন্দরে বাংলার জ্যোতি নামে তেলবাহী জাহাজটিতে সোমবার আগুন লাগে।
চট্টগ্রাম বন্দরে বাংলার জ্যোতি নামে তেলবাহী জাহাজটিতে সোমবার আগুন লাগে।
[publishpress_authors_box]

চট্টগ্রাম বন্দরে তেলবাহী একটি জাহাজে আগুন লাগার পর তা নেভাতে গেছে ফায়ার সার্ভিস।

বন্দরের ডলফিন জেটিতে নোঙর করা ওই জাহাজে সোমবার বেলা পৌনে ১১টার দিকে আগুন লাগে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এতে হতাহতের কোনও খবরও মেলেনি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন সকাল সন্ধ্যাকে বলেন, “আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”

বিমানবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ডও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন ‘বাংলার জ্যোতি’ নামে জাহাজটি ইস্টার্ন রিফাইনারির কাছে কর্ণফুলী নদীর পাড়ে জেটিতে ছিল।

যেখানে কাছাকাছি থাকা সবগুলো জাহাজই তেলবাহী। এর পাশে আছে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি। একইসাথে আছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর।

ইস্টার্ন রিফাইনারির এক কর্মকর্তা সকাল সন্ধ্যাকে বলেন, বাংলার জ্যোতি জাহাজটিতে ৮ হাজার টনের মতো ক্রুড বা অপরিশোধিত জ্বালানি তেল আছে। ইস্টার্ন রিফাইনারিতে সেই তেল নিয়ে সোমবার সকালেই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছিল জাহাজটি। সেখান থেকেই জাহাজটি কর্ণফুলী চ্যানেল বা প্রবেশপথ দিয়ে বন্দরের কাছে ডলফিন জেটিতে ঢোকে।

‘বাংলার জ্যোতি’ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পুরনো জাহাজ। এটি তৈরি হয় ১৯৮৭ সালে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত