Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

পথেই চলা, পথেই বিশ্রাম

দিনভর রিকশা চালিয়ে রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সড়কের পাশে এভাবেই রিকশা সারিবদ্ধ করে রেখে চালকরা বিশ্রাম নেন।
দিনভর রিকশা চালিয়ে রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সড়কের পাশে এভাবেই রিকশা সারিবদ্ধ করে রেখে চালকরা বিশ্রাম নেন। ছবি : জীবন আমীর
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
ঘর হয়তো শহরের অন্য কোনও প্রান্তে। তাই এতদূর না গিয়ে চলার পথে এক ফাঁকে ঘুমিয়ে নিয়ে শরীর কিছুটা চাঙা করার চেষ্টা। ছবি : জীবন আমীর
‍রিকশাচালকদের জন্য রাস্তাঘাটে থাকে না সুপেয় পানির ব্যবস্থা। দূষিত পানি কেড়ে নেয় তাদের জীবনীশক্তি। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার রাইটসের (বিলস) জরিপ বলছে, ঢাকার ৯৪ শতাংশ রিকশাচালকই বছরের বিভিন্ন সময়ে অসুখে ভোগেন। ছবি : জীবন আমীর
 
এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় ৬৭ দশমিক ৭ শতাংশ রিকশাচালক পরিবার ছাড়া থাকেন। ছবি : জীবন আমীর
গ্যারেজে বা এভাবে উপার্জনের মাঝে রিকশায় ঘুমিয়ে ঘরভাড়ার টাকা বাঁচিয়ে গ্রামে রেখে আসা পরিবারের কাছে পাঠান অনেক রিকশাচালক। ছবি : জীবন আমীর

আরও পড়ুন