কিলিয়ান মারফিকে আরও একবার দেখা যাবে টমি শেলবির ভূমিকায়। তবে এবার আর সিরিজে নয়। একেবারে পূর্ণদৈর্ঘ্যের সিনেমার গ্যাংস্টার হয়েই ফিরে আসছেন অস্কারজয়ী এই অভিনেতা।
সিনেমার কাজও শুরু হয়ে গেছে বলে নিশ্চিত করেছে নেটফ্লিক্স। ওটিটি প্ল্যাটফর্মটি তাদের এক্স একাউন্ট থেকে ধূসর চুলে টমি শেলবির ফার্স্ট লুক এবং কিলিয়ান মারফি আর স্ক্রিপ্টরাইটার স্টিভেন নাইটের ছবি পোস্ট করে এই ঘোষণা দিয়েছে।
পাশাপাশি দুটি ছবির এই পোস্টের একটিতে দেখা যাচ্ছে কিলিয়ান মারফিকে। যেখানে তিনি দাঁড়িয়ে আছেন চিরচেনা টবি শেলবির ভূমিকায়। আরেকটি ছবিতে মারফি এবং নাইট বসে আছেন পাশাপাশি। পোস্টের ক্যাপশনে লেখা, “পিকি ব্লাইন্ডার্স এর নির্দেশে ফিরে আসছে টমি শেলবি … কিলিয়ান মারফি আর স্টিভেন নাইট আবারও এক হলেন সিনেমার সেটে ।”
ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স ঘোষণা দিয়েছে নির্মাতা টম হার্পার হলেন আসন্ন নেটফ্লিক্স ফিল্ম ‘পিকি ব্লাইন্ডার্স’ এর পরিচালক।
এর আগে অগাস্টে অস্কার মনোনীত আইরিশ অভিনেতা ব্যারি কিওগেন এতে কাজ করবেন বলে জানা গিয়েছিল। তবে ঠিক কোন চরিত্রে তিনি কাজ করবেন তা জানা যায়নি।
এই সিনেমায় আরও অভিনয় করবেন অভিনেত্রী রেবেকা ফার্গুসন এবং টিম রথ।
অবশ্য টমি শেলবির বদ মেজাজী ভাই আর্থারের চরিত্রটিতে পল অ্যান্ডারসন অভিনয় করছেন কিনা তা এখনও জানা যায়নি। গত জানুয়ারিতে মাদক মামলায় দায়ে তিনি দোষী সাব্যস্ত হন এবং তাকে জরিমানাও করা হয়।
এদিকে টম হার্ডি আদৌ সেই ইহুদি গ্যাংস্টার আলফি সলোমন রূপে ফিরবেন কিনা সিনেমায়, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’ এর প্রধান চরিত্র টমি শেলবি। যিনি প্রথম বিশ্বযুদ্ধের পরপর সময়ের বার্মিংহাম শহরের একজন গ্যাংস্টার। পরিবারের সদস্যদের নিয়ে যিনি গড়ে তোলেন তার কুখ্যাত গ্যাং। আর্থার, (পল অ্যান্ডারসন) টমি শেলবির বড় ভাই; বদরাগী এবং আবেগ প্রবণ। আরেক ভাই জন শেলবির চরিত্রে অভিনয় করেছেন জো কোল। টমি শেলবির বোন অ্যাডার চরিত্রে দেখা যায় সোফি র্যান্ডলকে। গ্যাং এর অত্যন্ত প্রভাবশালী চরিত্র ‘আন্ট পলি’ হিসেবে অভিনয় করেছিলেন হেলেন ম্যাককোরি। ক্যান্সারের কাছে হার মেনে ২০২১ সালে মাত্র ৫২ বছর বয়সে মারা যান হেলেন।
টমির স্ত্রী লিজি শেলবির চরিত্রে দেখা যায় নাতাশা ও’কিফকে।
গ্যাংস্টার ড্রামা ‘পিকি ব্লাইন্ডার্স’ এর একটি বিশেষ দিক হলো, বহু বড় তারকাকে টমি শেলবির কখনো শত্রু এবং মিত্র চরিত্রে অভিনয় করতে দেখা যায়। যারা নিজ অভিনয়গুণেই পুরো সিরিজ জুড়ে আলো ছড়িয়েছিলেন। এই নামগুলোর মধ্যে আছে টম হার্ডি, স্যাম নেইল, ‘দ্য হাঙ্গার গেইমস’ তারকা স্যাম ক্লাফলিন এবং ‘হাউজ অব দ্য ড্রাগন’ তারকা প্যাডি কনসিডিন।
২০১৩ সালে শুরু হওয়া ছয় সিজনের এই ড্রামা সিরিজটি ২০২২ সালে এসে ইতি টানে।
কিলিয়ান মারফি এই বছর অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন বায়োপিক ‘ওপেনহাইমার’-এ পদার্থবিজ্ঞানী রবার্ট জে ওপেনহাইমারের চরিত্রে অভিনয় করে।
আইরিশ এই অভিনেতার নতুন সিনেমা ‘স্মল থিংস লাইক দিজ’ নভেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে।