Beta
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান আওয়ামী লীগের

ss-Mymensingh-floods-081024
[publishpress_authors_box]

ময়মনসিংহ বিভাগে বন্যার্তদের সাহায্যের জন্য দল ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, শ্রেণি-পেশার বিত্তবান মানুষকেও এমন আহ্বান জানিয়েছে দলটি।

মঙ্গলবার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন, যা দলটির ভেরিফাইড ফেইসবুকে পেইজে প্রকাশ করা হয়েছে।

ছাত্র-জনতার অভুত্থ্যানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর দ্বাদশ সংসদ বিলুপ্ত করেন রাষ্ট্রপতি। তারপর আওয়ামী লীগ নেতাদের আর প্রকাশ্যে দেখা যায়নি। পরবর্তী সময়ে দলটির বিবৃতি সোশাল মিডিয়ায় প্রকাশিত হয়ে আসছে।

মঙ্গলবার বিবৃতিতে বলা হয়, আকস্মিক বন্যায় ময়মনসিংহ-শেরপুর-জামালপুর ও নেত্রকোণা জেলার লাখ লাখ মানুষ পানিবন্দী। স্মরণকালের ভয়াবহ এই বন্যায় গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে, পুকুরের মাছ ভেসে গেছে, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষ অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছে। বন্যাদুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সর্বোপরি মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নাছিম বলেছেন, “যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐতিহ্য। তবে বর্তমান সরকার নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে।

“সরকারের প্রত্যক্ষ মদদে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেওয়া হয়রানিমূলক মামলার কারণে নেতাকর্মীরা ঘরছাড়া এবং এক মানবিক সংকটের মধ্যে দিনাতিপাত করছে। তারপরও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, অতীতের ধারাবাহিকতায় তারা যেন নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যার্ত মানুষের পাশে দাঁড়ায়।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত