সারাদেশে নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি মো. ময়নুল ইসলাম। পূজার সময় কেউ কোনও অপতৎপরতার চেষ্টা করলে তা শক্ত হাতে দমনের প্রত্যয়ও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি। এসময় তিনি বলদেব জিউর আখড়া ও শিব মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।
বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, “এখানে প্রত্যেকে নিজ নিজ ধর্ম নিরাপদে পালন করতে পারবেন। দুর্গাপূজা নিয়ে কেউ কোনো বিশৃঙ্খলা বা অপতৎপরতা ঘটানোর চেষ্টা করলে তা সহ্য করা হবে না; তাদেরকে কঠোরভাবে দমন করা হবে।”
দুর্গাপূজা নিয়ে সাইবার ওয়ার্ল্ডে যাতে কেউ গুজব ছড়াতে না পারে সেজন্য বাংলাদেশ পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
যেকোনা ধরনের সমস্যায় পড়লে, কেউ অপতৎপরতার চেষ্টা করলে কিংবা গুজব ছড়ানোর চেষ্টা করলে সেই তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯, পুলিশ হেডকোয়ার্টার্স ও জেলা পুলিশের কন্ট্রোল রুম এবং কাছের থানায় দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান আইজিপি।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “যারা সন্ত্রাস লালন-পালন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে জড়িত থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে।”
আরেক প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলা, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত আবার শুরু হওয়ার কথা জানান ময়নুল।