Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

মেট্রোরেলের মিরপুর ১০ নম্বর স্টেশন চালু হচ্ছে কাল

মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন। ছবি : সকাল সন্ধ্যা
মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

দুই মাস ১৭ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনটি।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, মঙ্গলবার থেকে ব্যবহার করতে পারবেন যাত্রীরা।

সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়িতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

তবে স্টেশনটি আবারও ব্যবহার উপযোগী করতে কত টাকা ব্যয় হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি তিনি।

এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আবদুর রউফ বলেন, “ব্যয় কত হলো, সে প্রশ্ন এখনই করবেন না। এটা নিরূপণে কাজ করছি আমরা।”

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে গত ১৮ জুলাই ঢাকার মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হলে নিরাপত্তা বিবেচনায় সেদিন বিকাল সাড়ে ৫টা থেকে মেট্রোরেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

পরদিন পরদিন ১৯ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেট্রোরেল বন্ধ ছিল। তবে ওইদিন মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে অনিশ্চিত হয়ে পড়ে মেট্রোরেলের ফিরে আসা।

এরপর ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতন হলে শূন্যতা পূরণে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ১১ আগস্ট দ্রুততম সময়ের মধ্যে মেট্রোরেল চালুর নির্দেশ দেন। 

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত