Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

হোটেলের বারান্দা থেকে পড়ে সাবেক ওয়ান ডিরেকশন তারকা লিয়াম পেইনের মৃত্যু

২০১০ সালে টিভি শো এক্স ফ্যাক্টরের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত মুখ হয়ে ওঠেন লিয়ায়ম পেইন। ওই ব্যন্ডের মাধ্যমে তারকাখ্যাতি পান হ্যারি স্টাইলস, লুইস টমলিসন, নিয়াল হোরান ও জেইন মালিক।
২০১০ সালে টিভি শো এক্স ফ্যাক্টরের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত মুখ হয়ে ওঠেন লিয়ায়ম পেইন। ওই ব্যন্ডের মাধ্যমে তারকাখ্যাতি পান হ্যারি স্টাইলস, লুইস টমলিসন, নিয়াল হোরান ও জেইন মালিক।
[publishpress_authors_box]

আর্জেন্টিনার একটি হোটেলের চারতলার বারান্দা থেকে পড়ে মারা গেছেন ইংলিশ-আইরিশ ব্যান্ড দল ওয়ান ডিরেকশনের সাবেক তারকা লিয়াম পেইন।

৩১ বছর বয়সী পেইন কীভাবে পড়ে গেছেন তা এখনো নিশ্চিত নয়।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, জরুরি বিভাগের কর্মীরা খবর পেয়ে বুয়েনস এইরেসের  অভিজাত এলাকা পালেরমোর ওই হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে।

২০১০ সালে টিভি শো এক্স ফ্যাক্টরের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত মুখ হয়ে ওঠেন পেইন। ওই ব্যন্ডের মাধ্যমে তারকাখ্যাতি পান হ্যারি স্টাইলস, লুইস টমলিসন, নিয়াল হোরান ও জেইন মালিক।

লিয়াম পেইন ওয়ান ডিরেকশন ব্যান্ডের কম্পোজার ও গিটারিস্ট ছিলেন। ২০১৬ সালে ব্যান্ডটি ভেঙে যায়। এর পর থেকে এই ব্যান্ডের শিল্পীরা এককভাবে কাজ করছেন।

নিয়াল হোরানের সঙ্গে এই মাসের শুরুতে আর্জেন্টিনায় একটি কনসার্টে অংশ নেন পেইন।

বিবিসি জানিয়েছে, পুলিশের তথ্য অনুযায়ী, এক ব্যক্তির উন্মত্ত আচরণের খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

পুলিশ যখন হোটেলে পৌঁছায়, সেখানকার কর্মকর্তারা তাদের জানান, হোটেল প্রাঙ্গণের ভেতরে তারা ভারী কোন কিছু পড়ার শব্দ শুনেছেন। তারপর পুলিশ গিয়ে মৃতদেহ পায়।

যুক্তরাজ্যের ওলভারহ্যাম্পটনে জন্ম নেওয়া পেইন ২০০৮ সালে আইটিভির ট্যালেন্ট শো ‘দ্য এক্স ফ্যাক্টরে’ অডিশন দিতে গিয়েছিলেন। তবে বিচারক সাইমন কাওয়েল তাকে ‘দুই বছরের মধ্যে’ ফের প্রতিযোগিতায় আসতে বলেছিলেন।

পেইন তাই করেছিলেন, ২০১০ সালে বিচারকদের আরও মুগ্ধ করেছিলেন এবং বুট ক্যাম্পের মঞ্চে আরও চারজন শিল্পীকে পেয়েছিলেন, যাদের নিয়ে গড়ে ওঠে ‘ওয়ান ডিরেকশন’। ২০১৫ সালে ব্যান্ডটি ভেঙে যাওয়ার আগে তাদের চারটি অ্যালবাম ও চারটি গান ইউকে চার্টের শীর্ষে ওঠে। বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পায় ওয়ান ডিরেকশনের গান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত