আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস থাকার কথা জানিয়ে প্রথমে ভেনু পরিবর্তন এবং পরে নিরাপত্তা ইস্যু দেখিয়ে নব্বই দশকের চার জনপ্রিয় ব্যান্ড নিয়ে আয়োজিত কনসার্ট স্থগিত করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪টা থেকে অনুষ্ঠিতব্য ‘ঢাকা রেট্রো’ শিরোনামের ওই কনসার্টটিতে অংশ নেওয়ার কথা ছিল জনপ্রিয় চার ব্যান্ড- জেমস এর নগর বাউল, আর্ক, মাইলস এবং দলছুটের।
কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পূর্বাচলের ভেনু ঢাকা অ্যারেনায়। কনসার্ট শুরুর ২৪ ঘণ্টারও কম সময় আগে প্রথমে আয়োজক ‘ব্লু ব্রিক কমিউনেকেশন’ এর ইমা জাহান এক ভিডিও বার্তায় বলেন, শেষ সময়ে এসে ভেনু পরিবর্তনের কোনও পরিকল্পনাই তাদের ছিল না। কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে শুক্রবার বৃষ্টির আশঙ্কায় রাজধানীর পূর্বাচলেরই আরেক ইনডোর ভেনু বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এটি সরিয়ে নেয়া হচ্ছে।
এসময় তিনি ভেনু পরিবর্তন করায় দর্শকদের জন্য পাঠাও সার্ভিস, সাটল বাস-এর ব্যবস্থার কথাও উল্লেখ করেন। তবে এর কিছুক্ষণ পরেই আবার এক ফেইসবুক পোস্টে ‘নিরাপত্তার’ কারণে আয়োজক ব্লু ব্রিক কমিউনিকেশন কনসার্ট স্থগিত করছে বলে জানানো হয়।
১৮ অক্টোবর বাংলাদেশের প্রথিতযশা ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যু দিন উপলক্ষে তার স্মরণে ওই কনসার্টটি উৎসর্গ করা হয়েছিল।
আয়োজকরা জানিয়েছিলেন, ৮০ ভাগেরও বেশি টিকেট বিক্রি হয়েছে। ভিআইপি টিকেটের মূল্য ২,৪০০ টাকা এবং সাধারণ টিকেটের মূল্য ১,৪০০ টাকা।
ব্লু ব্রিক কমিউনিকেশন তাদের ফেইসবুক পোস্টে জানিয়েছে, কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথা বলে মনে হয়েছে নিরাপত্তাজনিত সংকট রয়েছে। শিগগির এই ইস্যু সমাধান করে তারা কনসার্টের নতুন তারিখ ও ভেনু ঘোষণা করবে।
দুঃখপ্রকাশ করে তারা বলেছে, নতুন তারিখ বা ভেনুতে কনসার্ট আয়োজন করা হলেও, পুরনো টিকেট কার্যকর থাকবে। তবে যদি কেউ টিকেট ফিরিয়ে দিয়ে টাকা ফেরত নিতে চান সেই সুযোগও থাকছে। সেক্ষেত্রে ১৫ দিনের মধ্যেই টিকেটের টাকা ফিরিয়ে দেয়ার কথাও ব্লু ব্রিক কমিউনিকেশন জানিয়েছে। .