দেশি সিনেমা না থাকায় সিনেপ্লেক্সগুলোকে বিদেশি চলচ্চিত্রের ওপর নির্ভর করে চলতে হচ্ছে, যার ধারাবাহিকতায় হলিউডের তিনটি সিনেমা নিয়ে এল দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
পাঁচ বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘জোকার’ সিনেমায় মুগ্ধ দর্শক পরবর্তী সিক্যুয়েল ‘জোকার: ফোলি আ দ্যু’মুক্তি পেল শুক্রবার।
টড ফিলিপসের ‘জোকার’ বিশ্বব্যাপী যে আলোড়ন তুলেছিল তাতে দ্বিতীয় ছবির প্রতি দর্শকের আকাঙ্ক্ষা চূড়ান্তে থাকবে বলেই মনে করছে স্টার সিনেপ্লেক্স।
বিশ্বব্যাপী একযোগে মুক্তির মিছিলে স্টার সিনেপ্লেক্সও পিছিয়ে থাকে না আন্তর্জাতিক সিনেমার ক্ষেত্রে। জোকার এর এই সিক্যুয়েলটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছিল ৪ অক্টোবর। দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে কিছুটা দেরিতে মুক্তি পাচ্ছে বলে জানান স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
সিনেমাটি এরইমধ্যে বিশ্বের ৭৬টি দেশের ২৫ হাজার ৭৮৮টি স্ক্রিনে প্রদর্শিত হয়েছে। সবচেয়ে ভালো সাড়া মিলেছে যুক্তরাজ্যে। সেখানে সিনেমাটি ৮ মিলিয়ন ডলার ঘরে তুলেছে। এ ছাড়াও জার্মানিতে ৬.৯ মিলিয়ন, ইতালিতে ৫.৬ মিলিয়ন, মেক্সিকোতে ৫.৫ মিলিয়ন এবং ফ্রান্সে ৫ মিলিয়ন ডলার আয় করেছে। ১৬ অক্টোবর থেকে ‘ফোলি আ দ্যু’ চীনে মুক্তি পেয়েছে। তার আগে জাপানের হলগুলোতেও মুক্তি দেওয়া হয়েছে এটি।
প্রসঙ্গত, জোকার ২’ মিউজিক্যাল সাইকোলজিক্যাল থ্রিলার। এতে জোয়াকিন ফিনিক্স নানা সমস্যায় জর্জরিত স্ট্যান্ডআপ আর্থার ফ্লেক হিসেবে অভিনয় করেছেন। লেডি গাগা অভিনয় করেছেন ‘হার্লে কুইন’ চরিত্রে। হার্লিন কুইঞ্জেল গোথাম সিটির আরখাম অ্যাসাইলামের একজন মনোরোগ বিশেষজ্ঞ যিনি জোকারের প্রেমে পড়ার পরে হার্লে কুইন নামে পরিচিত হয়ে ওঠেন।
এ সিনেমার পাশাপাশি একই দিনে আরও দু’টি হলিউডের ছবি মুক্তি দিচ্ছে স্টার সিনেকমপ্লেক্স। সেগুলো হলো- কল্পকাহিনী ভিত্তিক ভৌতিক ছবি ‘এলিয়েন: রোমুলাস’ এবং ‘ট্রান্সফরমারস ওয়ান’।
‘ট্রান্সফরমারস’ ফ্র্যাঞ্চাইজির নতুন সংযোজন ‘ট্রান্সফরমারস ওয়ান’। আমেরিকান অ্যানিমেটেড সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমাটি নির্মিত হয়েছে হাসব্রো’র ট্রান্সফরমার টয় লাইনের উপর ভিত্তি করে। এরিক পিয়ার্সনের চিত্রনাট্য থেকে সিনেমাটি পরিচালনা করেছেন জোশ কুলি।
এতে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস হেমসওয়ার্থ, ব্রায়ান টাইরি হেনরি, স্কারলেট জোহানসন, লরেন্স ফিশবার্নসহ আরও অনেক তারকা। ‘দ্য ট্রান্সফরমারস: দ্য মুভি’ (১৯৮৬)- এর পর এটি ফ্র্যাঞ্চাইজির প্রথম অ্যানিমেটেড ফিচার সিনেমা।
গত ১১ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে ছবিটির প্রিমিয়ার হয় এবং ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে প্যারামাউন্ট পিকচার্স-এর ব্যানারে মুক্তি পায়। এ যাবৎ সিনেমাটি বিশ্বব্যাপী ১১১.৪ মিলিয়ন ডলার আয় করেছে এবং সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে।
অন্যদিকে, এলিয়েন ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমা ‘এলিয়েন’। ১৯৭৯ সালে প্রথমবার মুক্তি পাওয়া এ সিনেমা পরিচালনা করেছিলেন রিডলি স্কট। সিনেমাটি দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পায়। সিক্যুয়েল, প্রিক্যুয়েল এবং ক্রসওভার সিরিজ মিলিয়ে এলিয়েন ফ্রাঞ্চাইজির এ পর্যন্ত মোট ৮টি সিনেমা মুক্তি পেয়েছে।
সর্বশেষ সিনেমা ‘এলিয়েন: রোমিওলাস’ আন্তর্জাতিকভাবে মুক্তি পায় গত এপ্রিলের মাঝামাঝি সময়ে। সায়েন্স ফিকশন এই সিনেমার মুুভি রেটিং সাইট আইএমডিবি-তে রেটিং ৭.৩। আর রোটেন টমেটোসেও এটি ৮০ ওপর পয়েন্ট পেয়েছে।
স্পেস স্টেশন ধ্বংস হয়ে যাওয়ার পর তরুণ স্পেস কলোনিস্ট সেটি থেকে ভয়ঙ্কর কিছু একটা পায়। দূরের এক গ্রহে সেটি ফেলতে গিয়ে তাদের মোকাবেলা করতে হবে মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের।
পরিচালনা করেছেন ফেড আলভারেজ। সিনেমায় ভিনগ্রহের প্রাণীদের মোকাবেলা করবেন ডেভিড জনসন, অর্চি রেনক্স, কাইলি স্পেইনি, ইসাবেলা, স্পাইক ফার্ন প্রমুখ।