Beta
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

শেষ বলে কোহলির আউটের আক্ষেপ

তৃতীয় দিনের শেষ বলে আউট হয়েছেন বিরাট কোহলি। ছবি: বিসিসিআই
তৃতীয় দিনের শেষ বলে আউট হয়েছেন বিরাট কোহলি। ছবি: বিসিসিআই
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

দিনের শেষ বল। স্ট্রাইকে বিরাট কোহলি। প্রথম ইনিংসের শূন্য রানের হতাশা চমৎকার ব্যাটিংয়ে মুছে ফেলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায় তিনি। স্পিনার গ্লেন ফিলিপসের ডেলিভারি সামলে নিলেই বেঙ্গালুরুর দিনটি হবে ভারতের। কিন্তু হলো না। দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে শেষ বলে কোহলির আউট আক্ষেপ হয়ে থাকল স্বাগতিকদের।

বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিনের শেষ বলে আউট হয়েছেন ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২৩১। প্রথম ইনিংসে ৪০২ রান করা কিউইদের চেয়ে এখনও পিছিয়ে আছে ১২৫ রানে।

প্রথম ইনিংসে বড় লজ্জায় ডু্বেছে ভারত। ঘরের মাঠে সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়ে অলআউট হয়েছে মাত্র ৪৬ রানে। তাদের এই সংগ্রহ ওপেনিং জুটিতে পেরিয়ে গিয়ে বড় সংগ্রহের আভাস দিয়েছিল নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্রর দুর্দান্ত সেঞ্চুরিতে সেটি পেয়েও যায় সফরকারীরা। কিউই ব্যাটার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করে খেলেছেন ১৩৪ রানের ইনিংস। ১৫৭ বলের ইনিংসটি সাজিয়েছেন ১৩ চার ও ৪ ছক্কায়।

৯ নম্বরে নেমে রাচিনকে যোগ্য সঙ্গ দিয়েছেন টিম সাউদি। ২৩৩ রানে ৭ উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। ওই জায়গা থেকে রাচিনের সঙ্গে চমৎকার জুটি গড়ে কিউই অধিনায়ক স্কোর নিয়ে যায় ৪০০’র কাছাকাছি। রাচিনের সঙ্গে অষ্টম উইকেটে ১৩৭ রানের জুটি গড়ে সাউদি খেলেন ৬৫ রানের ইনিংস।

ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব পেয়েছেন ৩টি করে উইকেট। ২ উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ সিরাজ।

৩৬৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। আক্রমণাত্মক ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা যোগ করেন ৭২ রান। জয়সওয়াল আউট হন ৩৫ রানে। অধিনায়ক রোহিত করেন ৫২ রান।

রোহিতের বিদায়ের পর চলতে থাকে কোহলি ও সরফরাজের তাণ্ডব। দুজনই প্রথম ইনিংসে আউট হয়েছিলেন শূন্য রানে। অতীত ভুলে সরজরাজ ব্যাট করেছেন ওয়ানডে মেজাজে। আক্রমণাত্মক ছিলেন কোহলিও। দুজনই পূরণ করেন হাফসেঞ্চুরি। দিন শেষের ডাকও আসছিল। দাঁড়িয়ে যাওয়া জুটি নিয়ে মাঠ ছাড়তে পারলে দিনটি হবে ভারতের। কিন্তু একেবারে শেষ বলে আউট কোহলি।

ফিলিপসের ডেলিভারি কোহলির ব্যাট ছুঁয়ে জমা পড়ে উইকেটকিপার টম ব্লান্ডেলের গ্লাভসে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি কোহলি। ৭০ রানে শেষ হয় তার ইনিংস। ৭০ রান করেছেন সরফরাজও। পার্থক্য শুধু সরফরাজ চতুর্থ দিন সকালে আবার ব্যাটিংয়ে নামবেন, বিপরীতে দর্শক হয়ে প্যাভিলিয়নে থাকবেন কোহলি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত