Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

গণবিজ্ঞপ্তি : জুলাই-আগস্টে সংঘটিত অপরাধের তথ্য চায় তদন্ত সংস্থা

international crime tribunals
[publishpress_authors_box]

ছাত্র-গণআন্দোলন দমন করতে জুলাই-আগস্টে সংঘটিত অপরাধের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর মাজহারুল হকের সই করা গণবিজ্ঞপ্তিতে সাধারণ মানুষের কাছে তথ্য চাওয়া হয়েছে। কেউ তথ্য দিলে তার প্রয়োজনীয়তা গোপন করা হবে বলেও সেখানে নিশ্চিত করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়কালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনের লক্ষ্যে তৎকালীন সরকারের বিভিন্ন বাহিনী এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটভুক্ত দল, সহযোগী সংগঠন, অনুগত বা নিযুক্ত অবৈধ অস্ত্রধারী, অপরাধী ব্যক্তি বা গোষ্ঠীর সংঘটিত হত্যাকাণ্ড, গুরুতর জখম, অগ্নিসংযোগ, লুটতরাজ এবং অন্যান্য অপরাধ সংঘটন সংক্রান্ত কারও কাছে কোনও তথ্য, ডকুমেন্ট, ছবি, অডিও/ভিডিও ক্লিপ ইত্যাদি থাকলে তা এসব অপরাধ প্রমাণের জন্য ব্যবহার করার লক্ষ্যে তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ, ঢাকা অফিসে যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।”

তদন্ত সংস্থার ঢাকা অফিসের ঠিকানাও সেখানে যুক্ত করা হয়েছে। ধানমণ্ডির ১১/এ কমরেড ফরহাদ সড়কের ৮৭ নম্বর বাড়িতে সরাসরি তথ্যপ্রমাণ জমা দেওয়া যাবে। এছাড়া [email protected] ইমেইল ঠিকানায়ও যোগাযোগ করা যাবে।

প্রয়োজনে অফিস চলাকালে ০১৭১১-৯০৫৬০৩ ও ০১৬১১-৯০৫৬০৩ নম্বরেও টেলিফোন করে তথ্য দেওয়ার সুযোগ রয়েছে।

বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে অর্ধশতাধিক অভিযোগ জমা পড়েছে।

গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে এই ট্রাইব্যুনালের কাজ শুরু হয়েছে।

এর আগে গত ১৪ অক্টোবর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। প্রসিকিউশন টিমের অন্য প্রসিকিউটররা হলেন মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল নোমান ও মো. সাইমুম রেজা তালুকদার।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত