Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

বড়পর্দার দখলে হলিউড-বলিউডের সিনেমা, সহসা আসছে না ‘শনিবার বিকেল’

'স্ত্রী টু' ও 'ভুলভুলাইয়া-৩' চলবে দেশের সিনেমা হলগুলোতে।
দেশি ছবির সংকটে সিনেমা হলে মুক্তি দিতে হচ্ছে বিদেশি সিনেমা।
[publishpress_authors_box]

তিন মাসেরও বেশি সময় ধরে বড়পর্দায় দেশি চলচ্চিত্র না থাকায় সিনেমা হলগুলো ব্যবসায়িক মন্দায় পড়েছে। এ পরিপ্রেক্ষিতে হল চালাতে মুক্তি দিতে হচ্ছে হলিউড-বলিউডের সিনেমা।

দেশিয় চলচ্চিত্রের মধ্যে ‘শনিবার বিকেল’ মুক্তির কথা শোনা গেলেও সেটি সহসা আসছে না বলে সকাল সন্ধ্যাকে জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এক্ষেত্রে সিনেমা ব্যবসায়ীদের একমাত্র আশা আগামী ১৫ নভেম্বর শাকিব খান অভিনীত ‘দরদ’-এর মুক্তি।

নভেম্বরের মাঝামাঝি মুক্তি পাবে শাকিব খানের দরদ।

হলগুলোর সংকট উত্তরণে এবার আমদানি করা হচ্ছে বলিউডের তিনটি সিনেমা। সেগুলো হলো, ‘স্ত্রী টু’, ‘ভুলভুলাইয়া থ্রি’ ও ‘পুষ্পা টু’।

এর মধ্যে অভি কথাচিত্রের পরিবেশনায় শুক্রবার মুক্তি পাবে বলিউডের ব্যবসা সফল সিনেমা ‘স্ত্রী টু’। আমদানি নীতিতে ভারতের এই ছবির পরিবর্তে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে ‘প্রহেলিকা’।

এ ছাড়া একই প্রতিষ্ঠানের ব্যানারে ভারতের সঙ্গে একই দিনে ১ নভেম্বর মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া থ্রি’। বাংলাদেশের ‘রাত জাগা ফুল’ সিনেমার বিনিময়ে এই সিনেমাটি আসছে।

অন্যদিকে অ্যাকশন কাট সিনেমার পরিবেশনায় ৬ ডিসেম্বর মুক্তি পাবে বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা টু’।

বড়পর্দায় ভিনদেশি সিনেমা দিয়ে সংকট কতটা মিটবে তা নিশ্চিত করে নন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে কিছুটা হলেও আশান্বিত হল মালিকরা।

“তিনমাস ধরে হলে কোনও ছবি চলছে না। এখন নতুন ছবি যদি ঢোকে তাহলে তো আশার কথা। দর্শক আবার হলমুখী হলেই আমরা খুশি,” মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ সকাল সন্ধ্যাকে বলেন।

বড়পর্দায় বিদেশি ছবির খুব একটা সাফল্যের অতীত নজির নেই। কেন তবে আশান্বিত হবেন হল মালিকরা?

এ প্রশ্নের জবাবে হল মালিক সমিতির নেতা ইফতেখার বলেন, “সিনেপ্লেক্সে যেমন হলিউডের সাথে একসাথে ছবিগুলো মুক্তি পায় তেমনি বলিউডের সাথে একযোগে বাংলাদেশেও ছবিগুলো মুক্তি পেলে আশা করি দর্শক মুভি দেখবে। তবে, একযোগে মুক্তি না পেলেও কনটেন্টর উপর নির্ভর করে সাফল্য। যে ছবিগুলো আসছে তা বলিউডে সাফল্য পেয়েছে। আশা করি আমাদের দর্শকও ছবিগুলো দেখবে।”

‘স্ত্রী টু’ ও ‘ভুলভুলাইয়া থ্রি’ ছবি দুটির আমদানিকারক অভি কথাচিত্র। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হোসেন অভি বলেন, “সিনেমা হল টিকিয়ে রাখার জন্য বাধ্য হয়েই বলিউডের সিনেমা আমদানি করতে হয়েছে। সরকারের পক্ষ থেকে অনেক আন্তরিকতা ছিল। এ ছাড়া সিনেমা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই সিনেমা দুটি এনেছি। কারণ দর্শকদের হলমুখী করতে ভালো মানের সিনেমার বিকল্প নেই।”

মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বন্যা পরিস্থিতির কারণে দেশে নতুন সিনেমা মুক্তি পায়নি। অক্টোবরে কুসুম শিকদার পরিচালিত ‘শরতের জবা’ ছিল একমাত্র ভরসা। সিঙ্গেল স্ক্রিনে মুক্তি না পেলেও সিনেপ্লেক্সকেন্দ্রিক কিছু দর্শক এর প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। শুধু ছবির নির্মাতা কিংবা অভিনেতা হিসেবেই নয়, একজন প্রযোজক হিসেবে প্রত্যাশার চেয়ে খুশি কুসুম।

কুসুম শিকদারের (ডানে) সঙ্গে নবাগত অভিনেত্রী নিদ্রা দে নেহা।

তিনি বলেন, “টানা দুই সপ্তাহ ধরে চলছে সিনেপ্লেক্সগুলোতে। প্রত্যাশার চেয়ে অনেক বেশি দর্শক পেয়েছি। দর্শকরাও যে ভালো দেশিয় ছবি মুক্তির অপেক্ষা করছিলেন তা ‘শরতের জবা’ সেটি প্রমাণ করেছে।”

সিনেমার খরা যখন এমন চরমে, তখন বিগত সরকারের আমলে সেন্সর বোর্ডে বারবার আটকে যাওয়া বহুল আলোচিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ নতুন সরকারের সময়ে সহজেই সেন্সরের জটিলতা পেরিয়ে মুক্তির আলোয় আসবে, এমনই প্রত্যাশা ছিল সকলের।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং এই ছবির অন্যতম প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজও গণমাধ্যমকে জানিয়েছিলেন চলচ্চিত্রটি মুক্তি পাবে আসছে নভেম্বরেই।

কিন্তু নভেম্বর ঘনিয়ে এলেও ছবিটি নিয়ে সাড়া শব্দ নেই কোন পক্ষেরই।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সকাল সন্ধ্যাকে বলেন, “আমরা এখনও ছবিটি সার্টিফিকেশন বোর্ডে জমা দেইনি। তাই মুক্তির দিনক্ষণও চূড়ান্ত করে বলা যাচ্ছে না।”

আব্দুল আজিজ বলেন, “কোনও কারণ নেই। এখন আপাতত মুক্তির কথা ভাবছি না। নভেম্বরে মুক্তি পাচ্ছে না তা নিশ্চিত।”

চলচ্চিত্র সংকটের এমন দিনে খবরটি কিছুটা হতাশার।

তবে, সিনেমা ব্যাবসায়ীদের ত্রাণকর্তা হিসেবে শাকিব খানই ফের এগিয়ে এসেছেন। নভেম্বরে কোনও উৎসব উপলক্ষ ছাড়াই মুক্তি পাচ্ছে অনন্য মামুন পরিচালিত এ মেগাস্টারের প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’।

চলচ্চিত্রটির প্রচারে এরই মধ্যে শাকিবিয়ান (নায়ক শাকিব খানের ভক্তদের মতো ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তদেরও এ নামে ডাকা হয়) নিয়ে মাঠে নেমেছেন অনন্য মামুন। ২২টি দেশে একযোগে ছবিটি মুক্তির লক্ষ্যে কাজ করছেন তিনি।

“রাস্তার একজন মানুষ দরদ দেখবে, ভার্সিটি পড়ুয়া তরুণও ছবিটি দেখবে। ধীরে ধীরে সকলকেই প্রমোশনে যুক্ত করব। ছবির প্রচারে শাকিব খান-সোনাল চৌহানও যুক্ত হবেন। অনেক বড় চমক থাকবে। শাকিবিয়ানদের নিয়ে একটি স্টেডিয়ামে একটি অনুষ্ঠানও করার পরিকল্পনা করছি। দুবাইতেও একটি বড় আয়োজনে শাকিব-সোনাল থাকবেন। এক বছর অপেক্ষা করিয়েছি ভক্তদের। একটি গান মুক্তির পর যে ভালোবাসা দেখেছি, অপেক্ষা করছি সিনেমা মুক্তির পর তাদের উন্মাদনাটা দেখার জন্য,” সকাল সন্ধ্যাকে বলেন অনন্য মামুন।

অন্যদিকে স্টার সিনেপ্লেক্সে আগে থেকে চলছে হলিউডের তিনটি সিনেমা; ‘জোকার: ফোলি আ দ্যুঁ’, ‘এলিয়েন: রোমুলাস’ এবং ‘ট্রান্সফরমারস ওয়ান’।

শুক্রবার মুক্তি পাচ্ছে আরও দুটি ছবি। ছবিগুলো হলো- হলিউডের জনপ্রিয় সুপারহিরো চলচ্চিত্র ভেনম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ ও সাইকো-হরর ফ্রাঞ্চাইজি ‘স্মাইল’-এর দ্বিতীয় কিস্তি ‘স্মাইল ২’।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত