Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

পুলিশ কর্মকর্তা শহিদুল কারাগারে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
[publishpress_authors_box]

জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে ঢাকার সাভারে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

কক্সবাজার থেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার শহীদুল ইসলামকে আদালতে তোলা হয়। সেখানে চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এর আগে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুলকে কারাগারে পাঠানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন জানায় প্রসিকিউশন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তবে আসামির পক্ষে কোনও আইনজীবী ছিলেন না। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

২৭ অক্টোবর প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১৭ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করে ট্রাইব্যুনাল। তাদের মধ্যে ছিলেন শহীদুল ইসলামও।

আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশের রদবদলের প্রথমদিকেই গত ১৩ আগস্ট এক আদেশে শহীদুলকে ঢাকা জেলা পুলিশ থেকে কক্সবাজার জেলা পুলিশ কার্যালয়ে বদলি করা হয়।

এর আগে জুলাই-আগস্টে হত্যাকাণ্ডের অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গত বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাকে প্রথম আসামি হিসেবে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত