Beta
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

বিপিএলকে বদলে দিতে ড.ইউনূসের উদ্যোগ

পাকিস্তানে টেস্ট সিরিজ জিতে আসা দলকে সংবর্ধনা দিয়েছিলেন ড. মুহাম্মদ  ইউনূস। এবারের বিপিএল জমজমাট করতে নানা পরামর্শ দিয়েছেন তিনি।
পাকিস্তানে টেস্ট সিরিজ জিতে আসা দলকে সংবর্ধনা দিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। এবারের বিপিএল জমজমাট করতে নানা পরামর্শ দিয়েছেন তিনি।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

আইপিএলের পর পরই শুরু বিপিএল। অথচ আইপিএল এখন বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। আরন বিপিএলে খেলতে আসতে চান না সময়ের সেরা তারকারা। টেলিভিশনেও আগ্রহ নেই দর্শকদের।

এই চিত্রটা বদলে দিতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেই পরিকল্পনায় সরাসরি যুক্ত রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

বিপিএলকে কীভাবে অলিম্পিকের মতো সুন্দর করা যায়, সেসব পরামর্শ নেওয়া হয়েছে ড. মুহাম্মদ ইউনুসের কাছ থেকে। সেই আলোকে কাজও শুরু করে দিয়েছে বিসিবি। বিপিএলে প্রচারের অংশ হিসেবে কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি ম্যাচগুলো আয়োজন করা হবে পরিবেশবান্ধব উপায়ে। আসবেন বিশ্ববরেণ্য ব্যক্তিরাও।

বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বিসিবির প্রকাশিত ভিডিওতে বললেন, ‘‘এবারের বিপিএলকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা আছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নিজেই এর সাথে যুক্ত রয়েছেন, এটা আমাদের জন্য দারুণ একটা সুখবর। আমাদের ক্রীড়া উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে বিপিএলের সাথে জড়িত। বিপিএলের যে শক্তি, আমাদের দেশে এমন উপলক্ষ্য খুব বেশি আসে না যেটাকে নিয়ে সবাই কানেক্টেড থাকি। বিপিএল তেমন এক উপলক্ষ্য। সেই শক্তিটাকে কাজে লাগানোর একটা প্রয়াস আমাদের আছে, সেটাই এসেছে আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে।’’

নতুন কি যোগ হতে চলেছে এবার? নাজমুল আবেদিন ফাহিম জানালেন, ‘‘বিপিএলকে যেন সারা দেশে ছড়িয়ে দিতে পারি। শুধু খেলা না, খেলার বাইরেও আরও অনেক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এটুকু বলতে পারি, প্রত্যেক জেলা-উপজেলা মিলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম, হতে পারে খেলার আয়োজন, মেলার আয়োজন, সাংস্কৃতিক কার্যক্রম; যতদিন বিপিএল চলবে সব সাধারণ মানুষ বিপিএলের সাথে কানেক্টেড থাকবে। ব্র্যান্ডিংয়ের প্রয়াস থাকবে, সারা পৃথিবী জুড়ে প্রচারিত হবে, দেখবে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে।’’

নাজমুল আবেদিন ফাহিম আরও যোগ করেন, ‘‘আমাদের তরুণ সমাজ যে যুদ্ধ করেছে এবং বিজয়ী হয়েছে সেটাও এখানে উঠে আসবে। সত্যিটা পুরো বিপিএলে আমরা দেখানোর চেষ্টা করব।’’

এছাড়া আজ (সোমবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিম আরও বললেন, ‘‘অনেক কিছুই সম্ভব না। গ্লোবালি সব টিভিতে যেতে পারব তা নয়। যদি প্রফেসর ইউনূস মাঠে আসেন, একটা বক্তব্য দেন, আমরা যদি দেখি বিদেশ থেকে দারুণ নামকরা একজন ফুটবলার, হলিউড থেকে দারুণ একজন অভিনেতা-অভিনেত্রী এখানে আসছে, এটার সঙ্গে সংযুক্ত হচ্ছে, এটা নিশ্চয় মিডিয়াতে আসবে। এবং এটা সারা বিশ্বের মিডিয়াতে আসবে।’’

নামি কোন তারকা আসবেন, জানতে চাইলে ব্যাপারটা খোলাসা করেননি ফাহিম, ‘‘আমি এখনই নাম বলতে পারছি না বা বলতে চাই না। ক্রিকেট হতে পারে বা বাইরের অন্য স্পোর্টসের হতে পারে। স্পোর্টসের বাইরেও হতে পারে। এমন কাউকে এবার দেখতে পারি। আমাদের চেষ্টা থাকবে বিশ্বব্যাপী এটা প্রচার করা। আমার ধারণা, এত দিন আমরা যতটুকু করতে পেরেছি তার চেয়ে বেশিগুণ এবার করা সম্ভব হবে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত