Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

রোজায় ১১ পণ্য বাকিতে আমদানির সুযোগ

ব‍্যাংক মালিক-ব‍্যবস্থাপক
মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবন।
[publishpress_authors_box]

আসন্ন রমজান মাসে বাজারে সরবরাহ বাড়াতে বাকিতে ১১ ধরনের ভোগ্যপণ্য আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই সুবিধার আওতায় চাল, গম, ডিম, ভোজ্যতেল, ডাল, পেঁয়াজ, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানির পরবর্তী ৯০ দিন পর্যন্ত মূল্য পরিশোধের সুযোগ পাবেন আমদানিকারকরা।

সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা অথোরাইজড ডিলার ব্যাংক শাখাগুলোকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, নির্দেশনা জারির পর থেকেই এই সুবিধা নিতে পারবেন আমদানিকারকরা। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধার আওতায় আমদানি ঋণপত্র খোলার সুযোগ থাকবে।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে খাদ্যমূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রার অনেক বেশি। আগামী বছরের মার্চের প্রথম সপ্তাহে রোজা শুরু হবে। রোজার সময়ে নিত্যপণ্যের দাম যাতে জনসাধারণের হাতের নাগালে রাখা যায়, সেজন্য আগেভাগে ১১ ধরনের পণ্য বাকিতে আমদানির সুযোগ দেওয়া হলো।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের তৃতীয় মাস অক্টোবরে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩৪ শতাংশ।

ফলে সাধারণ মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘর অতিক্রম করে ১০ দশমিক ৮৭ শতাংশে উঠেছে। গত বছরের একই মাসের তুলনায় এই মূল্যস্ফীতি (পয়েন্ট টু পয়েন্ট ভিত্তি) শূন্য দশমিক ৯৪ শতাংশীয় পয়েন্ট বেশি। গত বছরের অক্টোবর মাসে সাধারণ মূল্যস্ফীতি হয়েছিল ৯ দশমিক ৯৩ শতাংশ।

গত সেপ্টেম্বরে দেশে সাধারণ মূল্যস্ফীতি হয়েছিল ৯ দশমিক ৯২ শতাংশ। গত জুলাইয়ে দেশে সাধারণ মূল্যস্ফীতি হয়েছিল ১১ দশমিক ৬৬ শতাংশ।

পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে ইতোমধ্যে আরও কিছু পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে চাল, পেঁয়াজ ও আলুসহ বেশ কিছু পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে।

নিয়মিত আমদানি হয় না এমন পণ্যের একটি ডিম আমদানিরও অনুমোদন দিয়ে রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়।

নিয়মিত কাঁচামরিচ আমদানি হচ্ছে। ফলে এ ধরনের কিছু পণ্যের দাম আগের থেকে কিছুটা নিম্নমুখী রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত