গত আসরে বিপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে দেশ জুড়ে আলোড়ন তৈরি করেছির ফরচুন বরিশাল। এবার তাদের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। বিপিএলে ফিরে আসা দল দুর্বার রাজশাহীর সঙ্গে ৩০ ডিসেম্বর দিনের ম্যাচ বরিশালের। একই দিন রাতের ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও নতুন দল ঢাকা ক্যাপিটালস।
মিরপুরে ঢাকায় প্রথম পর্বে ৩০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত মোট ৮টি ম্যাচ হবে। ৬ জানুয়ারি থেকে শুরু হবে সিলেট পর্ব। এই পর্বে ৬ দিনে হবে ১২টি ম্যাচ। পরে ১৬ জানুয়ারি থেকে শুরু তৃতীয় পর্ব। এখানেও ৬দিনে হবে ১২টি ম্যাচ।
টানা দুই পর্ব শেষে ২৬ জানুয়ারি ঢাকা ফিরবে বিপিএল। রাউন্ড রবিন পর্বের ম্যাচ শেষে ৩ ফেব্রুয়ারি হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ও ৭ ফেব্রুয়ারি হবে ফাইনাল।
এবারের আসরে আগের মতো সিলেট ও চট্টগ্রামের দুই পর্বের মাঝে আবার ঢাকায় এক পর্ব রাখা হয়নি। শুক্রবার বাদে সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর দেড়টায় আর রাতের ম্যাচ সাড়ে ৬টায়। শুক্রবারের ম্যাচ নিয়মিত সূচি থেকে ৩০ মিনিট পরে শুরু হবে।