বাংলাদেশের ভারত সফরে ধারাভাষ্য দিয়েছেন তামিম ইকবাল। ভবিষ্যতে হয়ত বেছে নিবেন এই পেশাটাই। তবে এখনও আনুষ্ঠানিক অবসর নেননি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রান করা এই ওপেনার।
এবারের বিপিএলে খেলবেন তামিম। এই টুর্নামেন্টের আগে গুঞ্জন ছিল তার এনসিএল টি-টোয়েন্টিতে খেলার। এজন্য মিরপুরে শুরু করেছেন অনুশীলনও। ১১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর হতে চলা এই টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলার কথা তার। সেটাই নিশ্চিত করলেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার।
বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে হান্নান জানালেন তামিমের এনসিএল টি-টোয়েন্টিতে খেলার কথা, ‘‘তামিমের কল রয়েছে, এ ছাড়া বোর্ডের টপ ম্যানেজমেন্টের কল রয়েছে। এনসিএল টি-টোয়েন্টি খেলতে ইচ্ছা পোষণ করেছে সে (তামিম)। সেই জায়গাতে তার খেলাটা মোটামুটি কনফার্ম বলতে পারেন। তামিম খেললে অবশ্যই চট্টগ্রাম বিভাগের হয়েই খেলবে। তবে কয়টা ম্যাচ খেলবে, কি করবে এটা এখনো সময় রয়েছে। সেটা আমরা আলোচনা করব।’’
টি-টোয়েন্টি খেলার মতো তামিম কতটা ফিট এখন? চট্টগ্রামের দলে জায়গা পেতে তাকে কি ফিটনেস টেস্ট দিতে হবে? এ নিয়ে হান্নান জানালেন, ‘‘ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে। এটা আমাদের বেসিক মানদণ্ড। একটা লেভেল পার হতে হয় সেখানে। তবে কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে আমরা খেলার সুযোগ দিয়েছি পর্যাপ্ত ফিটনেস স্কোর না থাকার পরও, এবারের জাতীয় লিগে। সিনিয়রদের ক্ষেত্রে আমরা কিছুটা শিথিল হই, তবে একেবারে ছেড়ে দেই না। তাদের স্কোর আমরা নজরে রাখি। সবাইকে ফিটনেস টেস্ট দিতে হবে। তামিমকেও দিতে হবে।’’
ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে নেই সাকিব আল হাসান। তার ওয়ানডে খেলা বা বিপিএল খেলতে দেশে আসার প্রশ্নটা এড়িয়ে গেলেন হান্নান সরকার,‘‘সাকিবের ব্যাপারে আমার কাছে কোনোও তথ্য নেই, আমি কিছু জানি না। তাই এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারব না।’’