গত মৌসুমে বরিশালের প্রথম বিপিএল শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন কাইল মায়ার্স। ফরচুন বরিশালের হয়ে টুর্নামেন্টের শেষদিকের তিন ম্যাচের তিনটিতেই তার গুরুত্বপূর্ণ পারফরম ছিল। এলিমিনেটর ও ফাইনালে হয়েছিলেন ম্যাচ সেরা।
সেই উইন্ডিজ তারকা অলরাউন্ডার কাইল মায়ার্সকে এবার টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে পাচ্ছে না ফরচুন বরিশাল। আরব আমিরাতের টুর্নামেন্ট ইনন্টারন্যাশনাল টি-২০ তে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির দল আবু ধাবি নাইট রাইডার্সে সুযোগ পেয়েছেন মায়ার্স।
ওই আসরের সময়ে বাংলাদেশে অনুষ্ঠিত হবে বিপিএল। বিপিএলের চেয়ে কম সময়ের আইএল টি-২০কেই প্রাধান্য দেবেন মায়ার্স। আগেই জানা গিয়েছিল এ বছর বিপিএলের বরিশালের জার্সিতে সব ম্যাচ খেলবেন না এই অলরাউন্ডার। মূল কারণ জানা গেল এতদিনে।
কলকাতার ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাওয়ায় মায়ার্সের বিপিএলে এবার খেলার সম্ভাবনা একেবারে ক্ষীন। বিপিএল চলবে ৩০ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারী পর্যন্ত। আইএল টি-২০ মাঠে গড়াবে ১১ জানুয়ারী থেকে ৯ ফেব্রুয়ারী।
গত আসরে বরিশালের জার্সিতে এলিমিনেটরে চট্টগ্রামের বিপক্ষে ২৬ বলে ৫০ ও ২৮ রানে ২ উইকেট নিয়েছিলেন মায়ার্স। দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে মাত্র ১৫ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৮ রানের ঝড়ো ইনিংসে দলকে ফাইনালে তোলেন। আর ফাইনালে কুমিল্লার বিপক্ষে ৩০ বলে ৪৬ ও ২৬ রানে ১ উইকেট নিয়ে ফাইনাল সেরা হয়েছিলেন মায়ার্স।