কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে তথ্যচিত্র ‘নয়নতারা : বিয়ন্ড দ্যা ফেয়ারি টেইল’। তথ্যচিত্রে ধনুশ প্রযোজিত সিনেমা ‘নানুম রাউডি ধান’ – এর একটি ছোট্ট অংশ ব্যবহার করা হয়েছে।
আর এখানেই শুরু হয়েছে বিপত্তি। ধনুশের এই সিনেমাটির ক্লিপিং তথ্যচিত্রে ব্যবহার করার অপরাধে ১০ কোটি টাকার আইনি নোটিশ নয়ননতারাকে পাঠিয়েছেন অভিনেতা।
ধনুশের দাবি অনুযায়ী, নয়নতারা তার অনুমতি না নিয়েই এই সিনেমাটির ক্লিপিং ব্যবহার করেছেন। যদিও ওই সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন নয়নতারা নিজেই। তবে বিনা অনুমতিতে ওই সিনেমার ক্লিপিং ব্যবহার করার অপরাধে অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠান অভিনেতা।
আইনি নোটিশ পাওয়ার পরেই রবিবার সামাজিক মাধ্যমে একটি খোলা চিঠিতে ধনুশের উদ্দেশ্যে নয়নতারা লেখেন, ‘আপনি নিজেকে যতটা মহান দেখান ততটা একেবারেই নন। ছবি প্রচারের সময় আপনি নিজের আসল রূপ লুকিয়ে রাখেন। আপনি নিজেকে সহজ সরল অনুরাগীদের সামনে যেভাবে তুলে ধরেন, আদতে আপনি একেবারেই তেমন নন। এই আইনি বার্তা তারই প্রমাণ।’