Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ডাকাতির সময় শিশু অপহরণ, সেই নারী রিমান্ডে

SS-Child-abducted-during-robbery-171124
[publishpress_authors_box]

ঢাকার আজিমপুরে ডাকাতির সময় আট মাসের এক শিশুকে অপহরণের মামলায় গ্রেপ্তার ফাতেমা আক্তার শাপলাকে তিন দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি পেয়েছে পুলিশ।  

রবিবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আরোবিয়া খানমের আদালত এই অনুমতি দেয়।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক আবুল ফারেজ জুয়েল আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। তবে এদিন শুনানির সময় আসামির পক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।

গত ১৬ নভেম্বর র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টার দিকে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার লালবাগ টাওয়ারের পাশের গলিতে ফারজানা নামে এক নারীর বাসায় ডাকাতি হয়। এ সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি ডাকাতরা একটি শিশুকে অপহরণ করে নিয়ে যায়। পরে ওই পরিবার শিশুকে উদ্ধারের জন্য র‌্যাব-১০ এর কাছে সহায়তা চায়।

পরে ঘটনার দিন রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে অপহরণের পরিকল্পনাকারী ফাতেমা আক্তার শাপলাকে গ্রেপ্তার করে। এরপর র‌্যাব অপহৃত আট মাস বয়সী শিশু আরিসা জান্নাত জাইফাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

ওই বাসার তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইসরাফিল গণমাধ্যমকে বলেন, ওই বাসায় ঘটনার আগের দিন বৃহস্পতিবার রাতে এক নারী সাবলেট হিসেবে উঠেছিলেন। শুক্রবার সকালে ওই নারীর কাছে আসা কয়েকজন ব্যক্তি বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ কন্যাশিশুকে নিয়ে গেছেন।

ঘটনার দিন ঢাকার লালবাগ থানায় শিশুটির মা একটি মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে র‌্যাব আসামি আসামি ফাতেমা আক্তার শাপলাকে (২৮) গ্রেপ্তার করে। ওই মামলায় ফাতেমাকে তিন দিনের রিমান্ডের অনুমতি দিয়েছে আদালত।  

আসামি ফাতেমার বাড়ি নওগাঁর ধামুইরহাট থানার উত্তর মথুপুরে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত