মধুর প্রতিশোধই নিল ফ্রান্স। নেশনস লিগে নিজেদের মাটিতে ইতালির কাছে ৩-১ গোলে হেরেছিল তারা। ফিরতি দেখায় রবিবার ইতালির ঘরের মাঠ সান সিরোয় ফ্রান্স জিতল ঠিক ৩-১ গোলেই। কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া খেলা ফ্রান্সের জন্য জয়টা ছিল স্বস্তির।
অপর ম্যাচে আর্লিং হলান্ডের হ্যাটট্রিকে নরওয়ে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে কাজাখস্তানকে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২৪ বছর বয়সী হলান্ডের এটা ২৫তম হ্যাটট্রিক (দেশের হয়ে চারটি)।
জাতীয় দলের হয়ে ৩৯ ম্যাচে হলান্ডের গোল ৩৮টি। এবারের নেশনস লিগে সাত গোল করে তিনিই তালিকার শীর্ষে।
নেশনস লিগের ফল
ইতালি ১ : ৩ ফ্রান্স
ইসরায়েল ১ : ০ বেলজিয়াম
নরওয়ে ৫ : ০ কাজাখস্তান
ফিনল্যান্ড ০ : ২ গ্রিস
ইংল্যান্ড ৫ : ০ আয়ারল্যান্ড
এছাড়া হ্যারি কেইনের ইংল্যান্ড ৫-০ গোলে হারিয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে। একটি করে গোল অ্যান্ডনি গর্ডন, কনর গ্যালাঘার, জ্যারড বোয়েন ও টেইলর হারউড-বেলিসের। এই বড় জয়ে নেশনস লিগের শীর্ষ পর্যায়ে ফিরল ইংল্যান্ড।
সান সিরোয় ম্যাচের আগে ইতালির বিপক্ষে প্রতিশোধের হুমকি দেওয়া লুকা দিনিয়ে করেছেন দুটি অ্যাসিস্ট। জোড়া গোল করেছেন আদ্রিও রাবিও, অপরটি গুলিয়েলমো ভিকারিওর আত্মঘাতী।
ইতালির হয়ে এক গোল ফেরান আন্দ্রেয়া কাম্বিয়াসো। ১৯৮৩ সালে সুইডেনের বিপক্ষে ৩-০ গোলে হারের পর প্রতিযোগিতামূলক ফুটবলে নিজেদের মাঠে এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার ইতালির।
নেশনস লিগে দুই দলই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আগেই। এই জয়ে ৬ ম্যাচে সমান ১৩ পয়েন্ট দুই দলেরই। তবে গোল গড়ে গ্রুপ সেরা হয়েছে ফ্রান্স আর রানার্সআপ ইতালি।
পেটের পীড়ার জন্য খেলতে পারেননি ইতালির গোলরক্ষক জিয়ানলুইগি দোন্নারুম্মা। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। দিনিয়ের কর্নারে হেডে বল জালে জড়ান রাবিও। ৩৩তম মিনিটে দিনিয়ের ফ্রি-কিকে বল ক্রসবারে লেগে জালে জড়ায় ভিকারিওর পিঠে পড়ে!
৩৫ মিনিটে ইতালির হয়ে কাম্বিয়াসো এক গোল ফেরান দিমার্কোর ক্রসে ছয় গজ বক্সের বাইরে থেকে করা ভলিতে। ৬৫তম মিনিটে দিনিয়ের ফ্রি- কিকে করা হেডে ফ্রান্সকে ৩-১ গোলে এগিয়ে দেন রাবিও। জাতীয় দলের হয়ে এবারই প্রথম জোড়া গোল করলেন তিনি।
গ্রুপের অপর ম্যাচে ইসরায়েলের কাছে ১-০ গোলে হেরেছে বেলজিয়াম। বেলজিয়াম ও ইসরায়েলের পয়েন্ট সমান ৪।