ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজের আগে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। সেই ম্যাচটা হচ্ছে না। চার দিনের বদলে কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে মেহেদী হাসান মিরাজের দল।
প্রথম দিন রবিবার ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে করে ২৫৩ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিনের খেলা শেষ করেছে ১ উইকেটে ৫ রানে।
প্রস্তুতি ম্যাচ হওয়ায় বাংলাদেশের তিন ব্যাটার ফিফটি না করেই রিটায়ার্ড হার্ট হয়ে ছাড়েন ক্রিজ। জাকের আলি ১১০ বলে ৪ বাউন্ডারি ১ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থেকে ছাড়েন ক্রিজ। মাহিদুল ইসলাম ৪১* আর লিটন দাস ৩১* রানে অপরাজিত থেকে হন রিটায়ার্ড হার্ট।
এছাড়া মুমিনুল হক ৩১, শাহাদাত হোসেন দিপু ২৫, জাকির হাসান ১৫, মেহেদী হাসান মিরাজ ১১ আর মাহমুদুল হাসান জয় আউট হয়েছিলেন ৮ রানে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে বাংলাদেশ ব্যাট করে ৭৩.২ ওভার। ২টি করে উইকেট নেন জায়ার ম্যাকঅ্যালিস্টার ও চাইম হোল্ডার।
জবাবে নিজের প্রথম ওভারেই হাসান মাহমুদ জাকের আলির ক্যাচ বানিয়ে ফেরান ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটকে। ২৪৮ রানে পিছিয়ে থেকে সোমবার ব্যাট করতে নামবে তারা।