দেশের জনপ্রিয় রক গায়ক জেমসের ব্যান্ড ‘নগরবাউল’ এবার যাচ্ছে সৌদি আরব। প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্ট করবে ব্যান্ডটি। প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট থাকে তাদের। কিছুদিন আগেই অস্ট্রেলিয়া মাতিয়ে এসেছেন জেমস।
জানা যায়, আগামী ২০ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদ যাচ্ছে নগরবাউল। সেখানে ‘রিয়াদ সিজন’ নামের একটি ইভেন্টে কনসার্টে অংশ নেবে জেমস-ফান্টিরা। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে নগরবাউল ব্যান্ডের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন।
রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, “২০ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে আমরা প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছি। আশা করি, ভালো একটা শো হবে। কনসার্ট করতে আগামী ২০ নভেম্বর দেশ ছাড়বে নগর বাউল। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানাচ্ছি।”
‘রিয়াদ সিজন’ নামের ওই ইভেন্টে অংশ নিচ্ছে ৯টি দেশ। ইভেন্টে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়া থেকে আছে ভারত ও পাকিস্তান। আয়োজনের সপ্তম সপ্তাহকে ‘বাংলাদেশ উইক’ হিসেবে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সেখানে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরা হবে। ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের পর্দা নামবে ৩০ নভেম্বর।