আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দলে ডাক পেয়েছেন জাহানারা আলম, শারমিন আক্তার সুপ্তা। দুজনই ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন প্রায় এক বছর পর।
১৫ সদস্যের দলে নতুন মুখ তাজ নেহার। স্পিনার সানজিদা আক্তার মেঘলাও দলে ফিরেছেন। আগের সিরিজের দল থেকে বাদ পড়েছেন দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার ও ফারজানা হক লিসা।
বাংলাদেশের ক্রিকেট ছেড়ে অস্ট্রেলিয়া পাড়ি জমানো জান্নতুল সুমনাও আছেন এবারের ওয়ানডে দলে। তবে তার অবস্থান স্ট্যান্ড বাই হিসেবে। আগের সিরিজের দল থেকে বাদ পড়া অনেকেই আছেন স্ট্যান্ড বাইয়ের তালিকায়।
বাংলাদেশ ওয়ানডে দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহকারী অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুরশিদা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, তাজ নাহার ও সানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ডবাই : দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদাউস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।