Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

রোনালদোর ইন্টারনেট ‘ভেঙে দেওয়া’ অতিথিটি মেসি!

দুই কিংবদন্তির এমন কাল্পনিক ছবিতে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু মেসি বলতে পারেন শুধু স্প্যানিশ আর রোনালদো পর্তুগিজ, তারা কথা বলবেন কীভাবে?
দুই কিংবদন্তির এমন কাল্পনিক ছবিতে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু মেসি বলতে পারেন শুধু স্প্যানিশ আর রোনালদো পর্তুগিজ, তারা কথা বলবেন কীভাবে?
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ভিডিওটা ২ মিনিট ৩ সেকেন্ডের। সেখানে লেখা ‘আমার নতুন অতিথি, খুব গোপনীয়।’ ভিডিওতে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডের সঙ্গে কথা বলছিলেন রোনালদো। এক পর্যায়ে নিজের পরবর্তী অতিথি নিয়ে রোনালদো বলেন, ‘আমরা ইন্টারনেট ভেঙে দিতে যাচ্ছি।’

শব্দ বন্ধ করা ভিডিওটির সাবটাইটেল পড়ে বুঝে নিতে হচ্ছিল দুজনের কথা। রোনালদো একটা সময় ফার্ডিনান্ডকে বলছিলেন, ‘কিছু ভুলে গেলে নাকি?’ ফার্ডিনান্ডের জবাব, ‘তোমার পরের অতিথি কে, সেটা জিজ্ঞাসা করতে ভুলে গেছি।’ এরপর রোনালদো বলেন, ‘আমরা এখন রেকর্ড করছি।’

ফার্ডিনান্ডের প্রশ্ন, ‘এখানে কি সে আছে?’ সম্মতি দেন রোনালদো। এরপর ফার্ডিনান্ড, নাম জানতে চাইলে রোনালদো বলেন ‘না।’ ফার্ডিনান্ড জানতে চান, ‘বিখ্যাত কেউ?’ রোনালদোর জবাব, ‘তোমার চেয়ে বিখ্যাত কি না এটা জানতে চাইছো?’ ফার্ডিনান্ড বলেন, ‘হ্যাঁ।’

ফার্ডিনান্ড তার পরিচয় জানতে চাপাচাপি করলে রোনালদোর সেই বিখ্যাত জবাব ‘আমরা ইন্টারনেট ভেঙে দিতে যাচ্ছি।’ অনেক ভক্তই লিখেছেন, এটা মেসি ছাড়া কেউ হতেই পারে না।

সর্বকালের সেরা নিয়ে তুলনা হয় রোনালদো-মেসির। কেউ এগিয়ে রাখেন মেসিকে তো কারও পছন্দ রোনালদো। লা লিগায় দুজনের একে অন্যকে ছাড়িয়ে যেতে চাওয়ার লড়াইটা ছিল উপভোগ্য। তবে কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি কাউকে। সম্পর্কটা বন্ধুত্বের না হলেও ছিল শ্রদ্ধার। সেই রোনালদোর ইউটিউব চ্যানেলে মেসি অতিথি হয়ে এলে তো ইন্টারনেট ভাঙবেই।

ইতালিয়ান বিখ্যাত সাংবাদিক ফাব্রিজিও রোমানোর আদলে ব্ল্যাক ফাব্রিজিও নামের একটি প্রোফাইল থেকে দুজনের ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘এটা ইন্টারনেট ভেঙে দিবে।’ তবে ফাব্রিজিও রোমানো তার প্রোফাইলে মন্তব্য করেননি কোনো।

প্রশ্ন উঠেছে, মেসি এলে রোনালদো কথা বলবেন কীভাবে? কারণ মেসি বলতে পারেন শুধু স্প্যানিশ আর রোনালদো পর্তুগিজ। তাই কারও ধারণা নতুন অতিথি হতে পারেন এরিক টেন হাগ। কেউ বলেছেন সেটা জিনেদিন জিদান। দেখা যাক, নতুন অতিথি হয়ে আসেন কে?

রোনালদোর চ্যানলের নাম ইউআর ক্রিস্তিয়ানো। মাত্র এক সপ্তাহের মধ্যেই সেখানে সাবস্ক্রাইবার সংখ্যা ৫০ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত ছাড়াও ফুটবল নিয়ে নিজস্ব ভাবনাচিন্তা জানান রোনালদো। ভক্তদের উন্মাদনারও শেষ নেই চ্যানেলটি নিয়ে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত